Howarh: কাটা হাত জোড়া লাগিয়েছিল, সেই অপর্ণকে দিয়েই অভিনব উপায়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 26, 2025 | 5:35 PM

Howarh: উদয়নারায়ণপুরের বাসিন্দা বছর আটত্রিশের অর্পণ সামন্ত। কারখানায় কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। মেশিনে হাত ঢুকে যায় তাঁর। বাঁ হাত কনুই থেকে বাদ চলে যায়। তাঁর সহকর্মীরা সেদিন সেই কাটা হাতের অংশ বিশেষ নিয়েই হাসপাতালে ছুটে এসেছিলেন।  সেই হাত জোড়া লাগানো হয় এই হাসপাতালে।

Howarh:  কাটা হাত জোড়া লাগিয়েছিল, সেই অপর্ণকে দিয়েই অভিনব উপায়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন
অপর্ণ সামন্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া:  একটু অন্যভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা হল হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।পতাকা উত্তোলন করলেন একজন রোগী। যাঁর কাটা হাত জোড়া লাগিয়েছিল এই হাসপাতাল। তাঁকে দিয়েই প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করাল হাসপাতাল কর্তৃপক্ষ।

উদয়নারায়ণপুরের বাসিন্দা বছর আটত্রিশের অর্পণ সামন্ত। কারখানায় কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। মেশিনে হাত ঢুকে যায় তাঁর। বাঁ হাত কনুই থেকে বাদ চলে যায়। তাঁর সহকর্মীরা সেদিন সেই কাটা হাতের অংশ বিশেষ নিয়েই হাসপাতালে ছুটে এসেছিলেন।  সেই হাত জোড়া লাগানো হয় এই হাসপাতালে।

আজ, প্রজাতন্ত্র দিবসে সেই অপর্ণকে ডেকে সেই হাত দিয়েই পতাকা উত্তোলন করাল হাসপাতাল কর্তৃপক্ষ। ভীষণভাবে আপ্লুত অপর্ণ। তিনি বললেন, “ভাবিনি হাত জোড়া লাগবে কোনওদিন। আশাই ছেড়ে দিয়েছিলাম। আজ আমার জীবন আবারও স্বাভাবিক।”

হাসপাতালের প্ল্যাস্টিক সার্জেন ডক্টর আদিত্য কানোই বলেন, “খুবই চ্যালেঞ্জিং ছিল।এখন অনেকটাই সুস্থ অর্পণ। তবে আরও সময় লাগবে। এখন উনি হাত ঘোরাতে করতে পারছেন। আশাবাদী উনি সম্পূর্ণ হয়ে উঠবেন।”

ওই বেসরকারি হাসপাতালের হাওড়ার ফেসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ বলেন, “কেউ অসুস্থ হলে মনের জোর ফিরিয়ে আনাটা খুবই জরুরি। সেটা আমরা করে থাকি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হল, যে এভাবেও ফিরিয়ে আনা যায়।”

Next Article