Howrah: প্রতিবেশীর বাড়ির ছাদে বিদ্য়ুৎ সংযোগ, কারণ জানলে অবাক হবেন…

Howrah: অজয় দলুই নামের এক ব্যক্তি তাঁর বাড়ির টিনের চালে বিদ্যুতের লাইন দিয়ে রাখেন এই ঘটনায় পাশের বাড়ির তরুণ দলুই নামের এক ব্যক্তির বাড়ির চালেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায়।

Howrah: প্রতিবেশীর বাড়ির ছাদে বিদ্য়ুৎ সংযোগ, কারণ জানলে অবাক হবেন...
ছাদে বিদ্যুৎ সংযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 30, 2025 | 5:26 PM

হাওড়া:  পাশাপাশি দুটো বাড়ি। তাঁদের মধ্যে কোনও একটা বিষয় নিয়ে ঝামেলা। পুরনো শত্রুতার জেরে বাড়ির টিনের চাল বিদ্যুৎ সংযোগের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিন জন।  ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের যমুনা বালিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় দলুই নামের এক ব্যক্তি তাঁর বাড়ির টিনের চালে বিদ্যুতের লাইন দিয়ে রাখেন এই ঘটনায় পাশের বাড়ির তরুণ দলুই নামের এক ব্যক্তির বাড়ির চালেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। তরুণ দলুইয়ের দুই ছেলে ও স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার গুরুতর আহত হয় তরুণ দলুইয়ের ছোট ছেলে বছর সতেরোর অভিজ্ঞান দোলুই । তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তরুণ দলুই প্রতিবেশী অজয় দলুইকে জিজ্ঞাসা করতে গেলে, নিগ্রহের শিকার হন বলে অভিযোগ।  তরুণ দলকে মারধর শুরু করেন এবং পরবর্তীকালে তিনি জানান আমার বাড়ি চালে হনুমানের উৎপাত বাড়ায় আমি হনুমানকে মারার জন্য চালের ওপর বিদ্যুৎ দিয়ে রেখেছি।