Howrah: ত্রিপুরা থেকে আগরতলা, তারপর বিয়ে করে ভারতীয়! গ্রেফতার বাংলাদেশি

Howrah: মিজান ২২ বছর আগে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকেন। তারপর সেখানে সে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আই কার্ড তৈরি করান। পরে তিনি স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন এবং তাঁদের এক মেয়েও রয়েছে।

Howrah: ত্রিপুরা থেকে আগরতলা, তারপর বিয়ে করে ভারতীয়! গ্রেফতার বাংলাদেশি
গ্রেফতার বাংলাদেশিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 15, 2025 | 10:13 PM

হাওড়া:  পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম মিজান মিঞা (৪২)। শুক্রবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মিজান ২২ বছর আগে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকেন। তারপর সেখানে সে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আই কার্ড তৈরি করান। পরে তিনি স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন এবং তাঁদের এক মেয়েও রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে, তিনি চেন্নাইতে পরিযায়ী শ্রমিক হিসাবে বেশ কয়েক বছর কাজ করছিল। দিন কয়েক আগে আগরতলায় থাকাকালীন তিনি বিজেপি সরকারের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে। তা নজরে আসে বিজেপি নেতাদের।

এরপর স্থানীয় পঞ্চায়েতের বিজেপি নেতারা তাঁকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তাঁঁর ছবি ভাইরাল করে দেন বলে অভিযোগ। এরপর তিনি আগরতলা ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে হাওড়া স্টেশনে পৌঁছলে তাঁকে বিজেপি কর্মীরা ঘিরে ধরে। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। পুলিশের কাছে মিজান স্বীকার করে তিনি বাংলাদেশি। তাঁর পরিচয়পত্র দেখায়। পুলিশ তাঁকে ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করে।

বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের অভিযোগ, বাংলাদেশিরা এভাবেই সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকছে। এখানে নকল পরিচয়পত্র তৈরি করে এখানে থাকছে। অথচ সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করছে। আবার ভোট দিয়ে এখানের রাজনৈতিক কর্মকাণ্ডে শামিল হচ্ছে। এই জিনিস বরদাস্ত করা হবে না।