Hooghly: হাতে-মুখে লাগানো টেপ, চন্দননগরের আবাসন থেকে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার,

Hooghly Body Recovered: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ তারিখ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্য়বসায়ী। নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরও তিনি ফিরছিলেন না। রাতে পরিবারের তরফে থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশও খোঁজ চালাচ্ছিল।

Hooghly: হাতে-মুখে লাগানো টেপ, চন্দননগরের আবাসন থেকে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার,
দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 02, 2025 | 12:56 PM

হাওড়া: নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। চন্দননগরের আবাসন থেকে উদ্ধার হয়েছে দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ওয়াসিম আক্রম (৩০)। তিনি জেমস স্টোনের ব্যবসা করতেন। হাওড়া গোলাবাড়ি থানায় গত ২৮ সেপ্টেম্বর কিডন্যাপের অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ তারিখ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্য়বসায়ী। নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরও তিনি ফিরছিলেন না। রাতে পরিবারের তরফে থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশও খোঁজ চালাচ্ছিল।

সন্ধ্যায় চন্দননগর থানার পুলিশ বেশোহাটা এলাকার একটি আবাসনের তিনতলার দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। ওই ফ্ল্যাটটি কাজি মহসিন ভাড়ায় নিয়েছিল।কাজি
মহসিনের সঙ্গে ওয়াসিম আক্রমের ব্যবসায়িক লেনদেন ছিল।
পুলিশের সন্দেহ তাকে খুন করা হয়েছে। ২৮ অক্টোবর বিয়ে ঠিক ছিল ওয়াসিম আক্রমের।

মৃত যুবকের হাতে পায়ে মুখে টেপ লাগানো ছিল বলে দাবি পরিবারের। যে ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয় সেই ঘরে একটি বড় ট্রলি ব্যাগ ছিল। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, দেহ লোপাট করার জন্য ট্রলি ব্যাগ আনা হতে পারে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তার সঙ্গে ওয়াসিমের শত্রুতা ছিল, ব্যাবসায়িক কোনও লেনদেনের বিষয়ে অশান্তি কিনা, নাকি পুরনো কোনও শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ।