
হাওড়া: বাস আর লরি পাশাপাশি যাচ্ছিল। বাসকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস। বাসটি লরিতে ধাক্কা মারে। বাগনানে লাইব্রেরি মোড়ের কাছে ভয়ঙ্কর ঘটনা। ১৬ নং জাতীয় সড়কে বাস লরির সংঘর্ষ মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন বাসের যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগনান শ্যামবাজার রুটের একটি বাস বাগনান থেকে ১৬ নং জাতীয় সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে। বাসের ২ জন আরোহীর মৃত্যু হয়েছে। চালক-কনডাক্টর-সহ ২৩ জন আহত হয়েছেন।
আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ।
বাসের এক যাত্রী বলেন, “বাসটি শুরু থেকেই কেমন যেন দ্রুত গতিতে ছিল। আমরা প্রথমে ওতটা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম জোরেই চালক হয়তো চালাচ্ছেন। কিন্তু যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, তা একবারও ভাবিনি। বাসের প্রত্যেক যাত্রীই আহত হয়েছেন।”