Durga Puja Guide Map: কোনদিকে প্যান্ডেল, কোন রাস্তায় খাবারের দোকান? এক ক্লিকেই মুশকিল আসান

Subrata Banerjee | Edited By: Soumya Saha

Oct 12, 2023 | 12:00 AM

Durga Puja: ঠাকুর দেখতে বেরিয়ে রাতবিরেতে অলিগলিতে হারিয়ে যাওয়ার চিন্তা আর থাকবে না। রাস্তায় বেরিয়ে আর কাউকে জিজ্ঞাসাও করতে হবে না কোন দিকে প্যান্ডেল, কোন দিকে খাবারের দোকান, রেস্তরাঁ। সব উত্তর পেয়ে যাবেন আপনার মুঠোফোনেই।

Durga Puja Guide Map: কোনদিকে প্যান্ডেল, কোন রাস্তায় খাবারের দোকান? এক ক্লিকেই মুশকিল আসান
বাংলার দুর্গাপুজো
Image Credit source: Pixabay

Follow Us

হাওড়া: পুজোর দিনগুলিতে শহরের ভোল পুরো বদলে যায়। দিন হোক বা রাত, সর্বক্ষণ রাস্তায় গিজ গিজ করে মানুষের ভিড়। ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, দেদার হুল্লোড়। আর এসব সময়ে কোনদিকে পুজোর প্যান্ডেল, কোনদিকে খাবারের দোকান… সে সব খুঁজে পেতে অনেককেই সমস্য়ায় পড়তে হয়। তবে এবার মুশকিল আসান করল হাওড়া সিটি পুলিশ। ঠাকুর দেখতে বেরিয়ে রাতবিরেতে অলিগলিতে হারিয়ে যাওয়ার চিন্তা আর থাকবে না। রাস্তায় বেরিয়ে আর কাউকে জিজ্ঞাসাও করতে হবে না কোন দিকে প্যান্ডেল, কোন দিকে খাবারের দোকান, রেস্তরাঁ। সব উত্তর পেয়ে যাবেন আপনার মুঠোফোনেই। এবার সেই বন্দোবস্ত করল হাওড়া সিটি পুলিশ। এক ক্লিকেই পেয়ে যাবেন পুজোর গাইড।

ঠাকুর দেখতে বেরিয়ে অনেকেই শহরের রাস্তায় সমস্যার মধ্যে পড়েন। শহরের অলিগলিতে দিশেহারা হয়ে যান অনেকে। হঠাৎ করে যেন গোলকধাঁধার মধ্যে পড়ে যান। সেই সমস্যা দূর করতে হাওড়া সিটি পুলিশের তরফে এবার পুজোর গাইড ম্যাপের অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে ক্লিক করলেই বেরিয়ে আসবে পুজোর গাইড ম্যাপ। পুজো প্যান্ডেল, খাবারের দোকান-রেস্তরাঁ এবং আরও অনেক অপশন সেখানে পেয়ে যাবেন দর্শনার্থীরা। কোন রাস্তা দিয়ে গেলে, কোন প্যান্ডেল দেখতে পাবেন, সব তথ্য পেয়ে যাবেন গাইড ম্যাপে।

শুধু তাই নয়, দর্শনার্থীরা রাতবিরেতে কোথাও সমস্যায় পড়লে পুলিশি সহায়তার অপশনও পেয়ে যাবেন এখান থেকে। কোনদিকে থানা, কোনদিকে ট্র্যাফিক গার্ড, কোনদিকে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে সব জানা যাবে হাওড়া সিটি পুলিশের পুজো গাইডের ওয়েবসাইট ও অ্য়াপ থেকে। থাকছে হাসপাতালের যাবতীয় তথ্যও। বুধবার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি ও জেলাশাসক পি দীপাপ প্রিয়া আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ ও ওয়েবসাইট প্রকাশ করেন।

Next Article