Howrah Clash: PWD-র জায়গা নিয়ে বচসা, বাঁশ-লোহার রডের মারে জখম একাধিক

Howrah Clash: রোবের পরিবারের সদস্যরা পিন্টুকে বাধা দেন। তা নিয়ে প্রথমে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। তা হাতাহাতির চেহারা নেয়। রোবে দাবি করেন, ওই PWD জায়গাটি তিনি লিজে নিয়েছেন

Howrah Clash: PWD-র জায়গা নিয়ে বচসা, বাঁশ-লোহার রডের মারে জখম একাধিক
হাওড়ায় PWD-র জায়গা নিয়ে অশান্তিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 30, 2023 | 4:56 PM

হাওড়া: PWD-র জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। আহত উভয় পক্ষের চার জন। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের গরবালিয়া ইছাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে PWD জায়গা পিন্টু ঘোড়ার পরিবার দীর্ঘদিন ধরে ওই PWD জায়গাটি দখল করে রেখেছিলেন। সোমবার সকালে ওই জায়গাতেই পিন্টু ঘোড়া বাঁশের বেড়া দিয়ে ঘিরতে যান।  তখন পাশের বাড়ির রোবে ঘোড়া নামে এক ব্যক্তি তাতে বাধা দেন।  তা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়।

রোবের পরিবারের সদস্যরা পিন্টুকে বাধা দেন। তা নিয়ে প্রথমে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। তা হাতাহাতির চেহারা নেয়। রোবে দাবি করেন, ওই PWD জায়গাটি তিনি লিজে নিয়েছেন। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালাতে থাকে।  দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। রোবে ঘোড়া এই ঘটনার কোনওরকম মন্তব্য করেননি।

পিন্টুর বক্তব্য, তিনি ওই জায়গাতেই থাকেন। হঠাৎ করে রোবে দাবি করতে থাকেন তিনি নাকি লিজ নিয়েছেন। কিন্তু কোনও কাগজপত্র দেখাতে পারেননি। উভয় পক্ষের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।