হাওড়া: বেআইনি কাজকর্ম দেখে ফেলেছিলেন। তার জেরে মর্মান্তিক পরিণতি। গাড়ি চাপা দিয়ে পিষে খুন করার অভিযোগ ব্যক্তিকে। গোটা ঘটনা বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকার এক আভিজাত আবাসনে মধ্যে।
মৃতের বয়স মহম্মদ মোনা (৪৫)। তাঁর বাড়ি বাঁকড়া কবর পাড়ার এলাকায়। এক অভিজাত আবাসনে তিনি থাকতেন। এলাকাবাসীর দাবি, পেশায় গাড়ি চালক মোনা সম্প্রতি আবাসনের ভিতরে হওয়া বেআইনি কোনও কাজ কর্ম দেখে ফেলেছিলেন। তা জানাজানি হওয়ার জন্যই হয়ত বিপদ ঘনিয়ে এল। জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় আবাসনের ভিতরে একটি চারচাকা গাড়ি তাঁকে পিছন দিক থেকে পিষে দেয়। শুধু তাই নয়, পিষে দেওয়ার পর দ্রুত গতিতে বেরিয়ে চলে যায় সেটি। গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরাতে। খবর পেই সেখানে ছুটে আসেন স্থানীয় এলাকার মানুষজন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আবাসনের ভিতরে বেআইনি কাজ চলছিল। গেটের নিরাপত্তারক্ষীরাও জড়িত এই কাজের সঙ্গে। ইতিমধ্যেই দুজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।