Howrah: হাওড়া ময়দান থেকে পাকড়াও হলুদ ট্যাক্সি, ডিকি খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় আধিকারিকদের

Howrah: হাওড়ার দাসনগর এক্সসাইজ সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সসাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয়। গোপন সূত্রে আধিকারিকদের কাছে আগেই খবর ছিল, একটি হলুদ ট্যাক্সিতে বিপুল পরিমাণ জাল মদ দোলের আগে পাচার করা হচ্ছে।

Howrah: হাওড়া ময়দান থেকে পাকড়াও হলুদ ট্যাক্সি, ডিকি খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় আধিকারিকদের
এই হলুদ ট্যাক্সি নিয়েই যত কাণ্ডImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 08, 2025 | 9:42 PM

হাওড়া: আগে থেকেই খবর ছিল। সেই মতো হাওড়া ময়দানে সক্রিয় ছিল পুলিশও। এরপরই ধরল একটি হলুদ ট্যাক্সিকে। তারপর গাড়ির ডিকি খুলতেই চোখ চড়কগাছ হওয়ার জোগাড় আবগারি দফতরের কর্তাদের। দোলের আগেই প্রচুর নামী ব্রান্ডের নকল মদ উদ্ধার করল আবগারি দফতর।

হাওড়ার দাসনগর এক্সসাইজ সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সসাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয়। গোপন সূত্রে আধিকারিকদের কাছে আগেই খবর ছিল, একটি হলুদ ট্যাক্সিতে বিপুল পরিমাণ জাল মদ দোলের আগে পাচার করা হচ্ছে। খবর অনুযায়ী হাওড়া ময়দান এর কাছে বঙ্কিম সেতুতে সংশ্লিষ্ট হলুদ ট্যাক্সিকে চিহ্নিত করেন আধিকারিকরা। তারপর সেটিকে অনুসরণ করতে শুরু করেন আবগারি দফতরের নেতারা। এরপর টিকিয়াপাড়া স্টেশনের কাছে ধাওয়া করে ওই হলুদ ট্যাক্সিকে ধরা হয়। শুরু হয় তল্লাশি।

সেই ট্যাক্সির ডিকি খুললে দেখা যায় বিপুল পরিমাণ নামী-দামি ব্র্যান্ডের জাল মদ রয়েছে। এরপর আবগারি দফতর সমস্ত মদ বাজেয়াপ্ত করেছে। হাওড়া রেঞ্জের অফিসার এমএনখান জানিয়েছেন মদের নমুনা সংগ্রহ করে তারা পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠাবেন। এর পাশাপাশি তিনি আরও জানান, তাঁরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় অভিযান চালান, যাতে জাল মদ বাজারে ছড়িয়ে না পড়ে। আজকের ঘটনায় ট্যাক্সি চালক সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।