Howrah: একুশে জুলাইয়ের সভায় গিয়েছিলেন, আর ফিরলেন না… কী হল সানোয়ারের?

Howrah: হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিক ভারসাম্যহীন সানোয়ার আলি নামের বছর ২৪-এর ওই যুবক সোমবার এলাকার বেশ কয়েকজনের সঙ্গে ধর্মতলা শহিদ সমাবেশে যোগ দিয়েছিলেন।

Howrah: একুশে জুলাইয়ের সভায় গিয়েছিলেন, আর ফিরলেন না... কী হল সানোয়ারের?
নিখোঁজ যুবক!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 22, 2025 | 1:37 PM

হাওড়া: একুশে জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশে যোগ দেওয়ার  জন্য হাওড়ার জগৎবল্লভপুরের বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ২৪ এর সানোয়ার আলি মল্লিক । কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি সানোয়ার। কোনও খোঁজও মিলছে না। তৈরি হয়েছে ধোঁয়াশা।

হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিক ভারসাম্যহীন সানোয়ার আলি নামের বছর ২৪-এর ওই যুবক সোমবার এলাকার বেশ কয়েকজনের সঙ্গে ধর্মতলা শহিদ সমাবেশে যোগ দিয়েছিলেন। সভাস্থলে কিছুক্ষণ থাকার পরেই বাইরে বেরিয়ে আসেন সানোয়ার আলি, তারপরেই তার সঙ্গে থাকা ব্যক্তিরা আশপাশে অনেক খোঁজ করেন সানোয়ার আলিকে।

কিন্তু তাঁকে না পাওয়ায় বাড়ি ফিরে আসেন সকলে। মঙ্গলবার সকালে ওই যুবকের পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। নিখোঁজ সানোয়ারের পরিবারের লোকজনরা এখনও খোঁজ চালাচ্ছেন নানান জায়গায়।

পরিবারের এক সদস্য বলেন, “আমাদের এলাকা থেকে অনেকেই গিয়েছিলেন। তাদের সঙ্গেই গিয়েছিল সানোয়ার। এত চেনা লোক যাচ্ছে বলে আমরাও বাধা দিইনি। প্রথমে ওরা ভেবেছিল, সানোয়ার হয়তো একা বাড়ি ফিরে এসে, সেই ভেবেই ওরা ফেরত চলে আসে। কিন্তু সানোয়ার এখনও বাড়ি ফেরেনি।”