Howrah: ত্রিকোণ প্রেমের জের, লিলুয়ায় এক নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ

Howrah: নতুন সম্পর্ক তৈরি হতেই দুই কিশোরের মধ্যে ঝামেলা শুরু হয়।  এর আগে একাধিকবার দুজনের মধ্যে অশান্তি হয়েছে। পাড়ার অনেকেই সেকথা জানতেন। বন্ধুদের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল আসে।

Howrah: ত্রিকোণ প্রেমের জের, লিলুয়ায় এক নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ
এলাকাবাসীদের ক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 13, 2025 | 2:33 PM

হাওড়া: লিলুয়ায় এক নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরেই খুন করা হয়েছে ওই নাবালককে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর লিলুয়া জগদীশপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি ওই কিশোরের সঙ্গে পাড়ারই এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে, আহে থেকে  ওই কিশোরীর সঙ্গে গোলাবাড়ি থানার ফকির বাগানের আরেক কিশোরের সম্পর্ক ছিল।

নতুন সম্পর্ক তৈরি হতেই দুই কিশোরের মধ্যে ঝামেলা শুরু হয়।  এর আগে একাধিকবার দুজনের মধ্যে অশান্তি হয়েছে। পাড়ার অনেকেই সেকথা জানতেন। বন্ধুদের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল আসে।

জানা গিয়েছে, গত শুক্রবার এই নিয়ে অশান্তি চরমে ওঠে। গত পরশু দুজনেই দু’জনের বন্ধুদের নিয়ে বামুনগাছি এলাকায় যায়। সেখানে অশান্তি শুরু হয়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় জগদীশপুরের ওই কিশোরকে। স্থানীয় বাসিন্দারা গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করেন। শনিবার তার মৃত্যু হয়। লিলুয়া থানার পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে।