Howrah: কাশ্মীর থেকে বাড়ি ফিরলেন নুরজ মোল্লারা, এখনও ঘিরে রয়েছে আতঙ্ক

Howrah: রাস্তাঘাট শুনশান দোকানপাট বন্ধ। অবিরাম সেনাবাহিনীর যাতায়াত। আকাশে হেলিকপ্টারের টহলদারি। নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের দশ জন সদস্য।নুরজ মোল্লা বলেন, ভাবতে পারিনি বেঁচে ফিরবেন।

Howrah: কাশ্মীর থেকে বাড়ি ফিরলেন নুরজ মোল্লারা, এখনও ঘিরে রয়েছে আতঙ্ক
আতঙ্ক নিয়ে ফিরলেন কাশ্মীর থেকেImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 25, 2025 | 10:59 PM

হাওড়া: কাশ্মীর থেকে শুক্রবার বাড়ি ফিরেছেন বাঁকড়া এলাকার বাসিন্দা নুরজ মোল্লা ও তাঁর পরিবারের সদস্যরা।কিন্তু তাঁদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। কারণ ঘটনার দিন তাঁরা ছিলেন পহেলগাঁওতেই। বৈসরন ভ্যালিতে যাওয়ার জন্য তাঁরা বেরিয়ে ছিলেন। এক কিলোমিটার যখন বাকি তখনই জানতে পারেন জঙ্গি হামলা হয়েছে।হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। যে যেভাবে পেরেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। সবাই চাইছিলেন প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে। কিন্তু গাড়ি পাওয়া যায়নি।

রাস্তাঘাট শুনশান দোকানপাট বন্ধ। অবিরাম সেনাবাহিনীর যাতায়াত। আকাশে হেলিকপ্টারের টহলদারি। নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের দশ জন সদস্য।নুরজ মোল্লা বলেন, ভাবতে পারিনি বেঁচে ফিরবেন। সেই রাতটা ঘুমাতে পারিনি। ভোর হতেই শ্রীনগরে ফেরার জন্য হন্যে হয়ে গাড়ির খোঁজ করতে থাকি কিন্তু গোটা এলাকা দেখে মনে হচ্ছিল যেনো লকডাউন হয়েছে!

নিরাপদে বাড়ি ফিরলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও ভোলা যায়নি। তাঁরা প্রত্যেকেই চাইছেন এই ঘটনার উপযুক্ত জবাব দিক সরকার।