Howrah: ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষিকার স্বামী

Howrah: পুলিশ সূত্রে খবর, গত ৯ ই অগস্ট বিকালে বাপের বাড়ি গিয়েছিলেন ওই গৃহশিক্ষিকা। সেই সময় ঘরে একা ছিলেন তাঁর বছর একচল্লিশের তাঁর স্বামী। ৯ বছরের ওই ছাত্রীটি একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বেতন দিতে যায় তাঁর বাড়িতে।

Howrah: ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষিকার স্বামী
গ্রেফতার অভিযুক্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 14, 2025 | 1:47 PM

হাওড়া: গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গত ৯ই অগস্ট ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে। পুলিশ এই ঘটনায় অভিযুক্তের স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ ই অগস্ট বিকালে বাপের বাড়ি গিয়েছিলেন ওই গৃহশিক্ষিকা। সেই সময় ঘরে একা ছিলেন তাঁর বছর একচল্লিশের স্বামী। ৯ বছরের ওই ছাত্রীটি একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বেতন দিতে যায় তাঁর বাড়িতে। তখন অভিযুক্ত ওই ছাত্রীটির বন্ধুকে টাকা খুচরো করতে সময় লাগবে এই অছিলায় বাড়ি পাঠিয়ে দেন বলে অভিযোগ। এরপর ছাত্রীকে ঘরে ডেকে নেয় অভিযুক্ত। অভিযোগ, তখনই মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে।

বাড়ি ফেরার পর মেয়েটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এরপরই পুলিশ শিক্ষিকার স্বামীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। এলাকার লোকেরা জানিয়েছেন, অভিযুক্তের দাদা জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।