Fire: দাউদাউ আগুনে পুড়ে খাক কারখানা, জ্বলে-পুড়ে মৃত্যু আঠারো বছরের আকাশের

Howrah: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার আলমপুরে। সেখানেই ১১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অবস্থিত ওই থার্মোকলের কারখানাটি। এখানে থার্মোকলের বিভিন্ন থালা-বাটি ও যাবতীয় জিনিস তৈরি হয়।

Fire: দাউদাউ আগুনে পুড়ে খাক কারখানা, জ্বলে-পুড়ে মৃত্যু আঠারো বছরের আকাশের
আগুনে পুড়ে খাকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 05, 2025 | 6:39 PM

হাওড়া: দাউদাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। একটি থার্মোকলের কারখানায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু এক শ্রমিকের বলে জানা গিয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার আলমপুরে। সেখানেই ১১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অবস্থিত ওই থার্মোকলের কারখানাটি। এখানে থার্মোকলের বিভিন্ন থালা-বাটি ও যাবতীয় জিনিস তৈরি হয়। সেই কারখানাতেই আচমকা বিধ্বংসী আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এলাকায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। একে-একে দমকলের ছ’টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। আগুন ধীরে-ধীরে নিয়ন্ত্রণে আসে। তখনই দেখা যায় কারখানার ভিতরে পড়ে রয়েছে এক শ্রমিকের অগ্নিদগ্ধ দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আকাশ হাজরা (১৮)। তিনি হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। আকাশের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আরও এক ব্যক্তি বলেন, “প্রশাসন খুবই ব্যস্ত। কারণ রাম-নবমী আছে। তারপরও পুলিশ এসে খুবই তৎপরতার কাজ করেছে।”