হাওড়া: পরিত্যক্ত কালো ব্যাগ ঘিরে আতঙ্ক। হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামের গেটের সামনে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা জানান, ময়দানের গেটের সামনে ওই কালো ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই গেটের সামনে দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা স্টেডিয়ামের ভেতরে যাতায়াত করে। ফলে এই ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, তাঁরা দীর্ঘক্ষণ ধরেই ওই ব্যাগ পড়ে থাকতে দেখেছেন। কিন্তু প্রথমটায় বিশেষ আমল দেননি। কিন্তু অনেকক্ষণ পরও কেউ এসে ব্যাগের মালিকানা দাবি না করায় সন্দেহ দানা বাঁধতে থাকে। এমনকি ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে হাওড়া থানা। পরে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ গিয়ে ব্যাগটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের প্রাণ কেন্দ্রে এই ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত।
কিন্তু কে বা কারা এই ব্যাগ ভরা জায়গায় ফেলে গেল, সেটাও তদন্তসাপেক্ষ। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় দোকানিদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। কেউ কিছু দেখেছেন কিনা, সন্দেহজনকভাবে কাউকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছেন কিনা, সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।