Howrah: নতুন দায়িত্ব পেয়েই জেলা পরিষদের অফিসে ‘মেন্টর’ রাজীব

Howrah: ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর কর্মী সমর্থক শুক্রবার মিছিল করে যান হাওড়া জেলা পরিষদের অফিসের সামনে। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এই নতুন দায়িত্ব পেয়ে বলেন, "নেত্রী যা দায়িত্ব দিয়েছেন, তা  যথাযথভাবে পালন করব। হাওড়া জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাব।"

Howrah: নতুন দায়িত্ব পেয়েই জেলা পরিষদের অফিসে মেন্টর রাজীব
রাজীব বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 25, 2025 | 6:06 PM

হাওড়া: আবারও হাওড়ায় নতুন দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা পরিষদের নবনিযুক্ত মেনটর হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ অফিসে আসার আগেই রাস্তার দু’ধারে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েত লক্ষ্য করা যায়। দীর্ঘ পাঁচ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে ছিল কর্মী অনুগামীদের ভিড়। তৃণমূল কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর কর্মী সমর্থক শুক্রবার মিছিল করে যান হাওড়া জেলা পরিষদের অফিসের সামনে। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এই নতুন দায়িত্ব পেয়ে বলেন, “নেত্রী যা দায়িত্ব দিয়েছেন, তা  যথাযথভাবে পালন করব। হাওড়া জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাব।”

প্রসঙ্গত, ২০১১ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই প্রথমবার হাওড়ার ডোমজুড় আসন থেকে জিতে বিধায়ক হন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সেচ ও জলপথ পরিবহণ দফতরের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১৮ সাল পর্যন্ত তিনি ওই দফতরের দায়িত্বে ছিলেন ৷ ২০১৯ সালে তাঁকে বনমন্ত্রী করা হয় ৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি আচমকা বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ পরে আবারও প্রত্যাবর্তন।