Howrah: ৭ মাসের মধ্যে সাজা, খুনের আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড
Howrah: সেই মামলায় অভিযুক্ত আকাশ জানার যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি বাপন মান্নার পরিবারকে ৫০ হাজার টাকা অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিল উলুবেড়িয়া মহকুমা আদালত।

হাওড়া: খুনের মামলায় চার্জশিট পেশ করার ৭ মাসের মধ্যে যাবজ্জীবন সাজা হল উলুবেড়িয়া মহকুমা আদালতে। গত বছর ১২ ই এপ্রিল চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা হয়। আর তা কেন্দ্র করে রাস্তাতেই কুপিয়ে খুন হয়েছিল বাপন মান্না নামে এক যুবক।
সেই মামলায় অভিযুক্ত আকাশ জানার যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি বাপন মান্নার পরিবারকে ৫০ হাজার টাকা অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিল উলুবেড়িয়া মহকুমা আদালত। মামলার সরকারি আইনজীবী দেব রঞ্জন ভট্টাচার্য বলেন, “আকাশ জানার বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ প্রমাণ হয়, আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।” এই মামলা গত ডিসেম্বর মাসে চার্জ গঠন হয়, মাত্র সাত আট মাসের মাসের মধ্যেই সাজা ঘোষণা হয়।
সরকারি আইনজীবী দেবরঞ্জন ভট্টাচার্য বলেন, “গত ১২ এপ্রিল ২০২৪ সালে ঘটনাটি ঘটে। ইদের আগের দিন ছিল। বাপন মান্নাকে খুন করেন আকাশ জানা। এই মামলায় আরেকজনের বিরুদ্ধেও অভিযোগ ছিল। কিন্তু আদালত তাকে দোষীসাব্যস্ত করেনি। এই মামলায় গত ডিসেম্বর মাসে চার্জ গঠন হয়। গত সাত আট মাসের মধ্যে ২৭-২৮ জন সাক্ষী ছিলেন। বিচারপ্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে হয়েছে।”

