Howrah: ২ কেজি সোনা পাওয়া গেল হাওড়া স্টেশন থেকে

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 22, 2024 | 12:33 PM

Howrah Station: জানা গিয়েছে, হাওড়া স্টেশনে আরপিএফ হাওড়া ও জিআরপি যৌথ অভিযান চালায়। তখনই উদ্ধার হয় সোনা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক সন্দেহভাজন ব্যক্তিকে নয় নম্বর প্লাটফর্মে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত আর পি এফ কর্মীরা।

Howrah: ২ কেজি সোনা পাওয়া গেল হাওড়া স্টেশন থেকে
হাওড়া স্টেশন
Image Credit source: Wikipedia

Follow Us

হাওড়া: কালো ব্যাগ নিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। অনেকক্ষণ স্টেশনে থাকার পরও ট্রেনে উঠছিলেন না তিনি। বিষয়টি নজরে আসে আরপিএফ-এর। এরপরই ফাঁস আসল রহস্য।

জানা গিয়েছে, হাওড়া স্টেশনে আরপিএফ হাওড়া ও জিআরপি যৌথ অভিযান চালায়। তখনই উদ্ধার হয় সোনা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক সন্দেহভাজন ব্যক্তিকে নয় নম্বর প্লাটফর্মে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত আর পি এফ কর্মীরা। এরপর শুরু হয় তাঁকে জিজ্ঞাসাবাদ। ব্যাগে তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় কর্মীদের।

দেখা যায় বিপুল পরিমাণে সোনার গহনা রয়েছে ব্যাগটিতে। কিন্তু এই গহনার কোনও বৈধ কাগজপত্র ছিল না। সোনার গহনা ওজন করলে দেখা যায় ২ কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লক্ষ টাকা। আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেয়া হয়েছে। জানা গেছে ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স প্রায় ৪২-এর আশপাশে। তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে ২২ জুন স্টেশনে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে ডেকে ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক সোনার গহনা। মোট ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে জানায় আরপিএফ-এর তরফ থেকে। যার দাম আনুমানিক ২৪ লক্ষ ৪০ হাজার টাকা। তাঁর কাছে নথিপত্র চাওয়া হলে, তিনি বৈধ কোনও নথি দেখাতে পারেননি। সেই সোনা তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।

Next Article