Howrah Station: হাওড়া প্ল্যাটফর্মে চূড়ান্ত ব্যস্ততা, আচমকাই ওভারহেডের পোস্টে তাকিয়ে শিউরে উঠলেন যাত্রীরা, স্তব্ধ হয়ে গেল ট্রেনের চাকা

Howrah Station: হাওড়া স্টেশনে ৫ ও ৬ নম্বর প্লাটফর্মের ওভারহেড পোষ্টের লোহার ব্রিজে উঠে পড়েন এক ব্যক্তি। দেখা যায় লাল গেঞ্জি পরা এক ব্যক্তি ওই ব্রিজে উঠে চলাফেরা করছেন।

Howrah Station: হাওড়া প্ল্যাটফর্মে চূড়ান্ত ব্যস্ততা, আচমকাই ওভারহেডের পোস্টে তাকিয়ে শিউরে উঠলেন যাত্রীরা, স্তব্ধ হয়ে গেল ট্রেনের চাকা
হাওড়া প্ল্যাটফর্মে কী এমন দেখলেন যাত্রীরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 8:45 AM

হাওড়া: ভর সন্ধ্যা ঘড়ির কাঁটায় ন’টা, হাওড়া স্টেশনে তখন চূড়ান্ত ব্যস্ততা। আচমকাই রেললাইনের ওভারহেডের পোস্টের দিকে তাকিয়ে চিৎকার করছেন কয়েকজন রেলযাত্রী। বাকিরা তখনও বিষয়টা বুঝতে পারেননি। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠে তাঁরা দেখেন, এক যুবক সেই ওভারহেডের পোস্টের ওপর উঠে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তৎপর করা হয় রেলকে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কিন্তু যাঁকে ঘিরে এত বিড়ম্বনা, তিনি কিন্তু এক্কেবারে ভাবলেশহীন। হাওড়া স্টেশনে ৫ ও ৬ নম্বর প্লাটফর্মের ওভারহেড পোষ্টের লোহার ব্রিজে উঠে পড়েন এক ব্যক্তি। দেখা যায় লাল গেঞ্জি পরা এক ব্যক্তি ওই ব্রিজে উঠে চলাফেরা করছেন। ঘটনার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে চলে যায় আরপিএফ, জিআরপি,দমকল এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।

ঘটনার জেরে রাত দশটা থেকে পূর্ব রেলে হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ওই ব্যক্তি যাতে বিদ্যুৎস্পৃষ্ট না হন, তার জন্য ওভারহেড তারের হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাত দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এরপর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

উদ্ধার করার পর ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্যহীন তিনি।

খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, ওই যুবকের নাম শিভম মিশ্র। বছর তেইশের শিভমের বাবার নাম ত্রিলোকনাথ মিশ্র। বাড়ি সোনভদ্রা বেনারস উত্তরপ্রদেশে। প্রাথমিকভাবে পুলিশ এমনটাই জানতে পেরেছে। তাঁর বক্তব্য, ট্রেন ধরার জন্যই তিনি সেখানে উঠেছিলেন। পুলিশ মনে করছে মানসিক ভারসাম্যহীন ওই যুবক। কিছুটা হলেও বিদ্যুতে ক্ষতিগ্রস্ত হন তিনি। হাওড়া হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বলা ঠিকানায় খোঁজ করা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য।