Howrah: হঠাৎ ধপ করে শব্দ! ৫ তলার জানলা থেকে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

Howrah: স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট বহুতলের উপরে চারতলায় অভয় তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকত। মঙ্গলবার বিকেলে জানালা খোলা ছিল। সেখানেই সে খেলা করা শুরু করে। আর খেলতে-খেলতে আচমকা নিচে পড়ে যায় সে।

Howrah: হঠাৎ ধপ করে শব্দ! ৫ তলার জানলা থেকে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর
এখান থেকেই পড়ে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 05, 2025 | 7:47 PM

বালটিকুটি: খেলতে-খেলতে মর্মান্তিক পরিণতি শিশুর। বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু ওই শিশুর। পরিবার সূত্রে খবর, মৃতের বয়স তিন। মর্মান্তিক এই ঘটনাটি হাওড়ার বালিটিকুরী নস্কর পাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট বহুতলের উপরে চারতলায় অভয় তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকত। মঙ্গলবার বিকেলে জানালা খোলা ছিল। সেখানেই সে খেলা করা শুরু করে। আর খেলতে-খেলতে আচমকা নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক নিয়ম না মেনে অবৈধভাবে ছাদের উপরের অংশে অস্থায়ী টিনের ঘর বানিয়ে দিয়েছিল। জানালায় কোনো গ্রিল লাগানো হয়নি। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক এমনটাই দাবি স্থানীয়দের। ছোট্ট অভয়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা এলাকা। স্থানীয় এক মহিলা বলেন, “আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে একটা আওয়াজ হয়। শুনি ধপ করে আওয়াজ হয়েছিল। তখন দেখি একটা বাচ্চা পড়ে আছে। আমি তুললাম। জল দিলাম। ওদের জানালায় তো গ্রিল নেই। ওইখান থেকেই পড়ে গিয়েছে।”