Howrah: বাসের ছাদ থেকে পড়লেন নীচে… একুশে জুলাইয়ে যাওয়ার আগেই রক্তাক্ত তৃণমূল কর্মীরা

Howrah: হুগলি খানাকুলের  বালিপুর এলাকা থেকে একটি গাড়ি করে প্রায় ৩০-৩৫ জন একুশে জুলাই ধর্মতলা শহিদ সমাবেশের উদ্দেশে রওনা দেন। জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজরে ধাক্কা মারে।

Howrah: বাসের ছাদ থেকে পড়লেন নীচে... একুশে জুলাইয়ে যাওয়ার আগেই রক্তাক্ত তৃণমূল কর্মীরা
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 21, 2025 | 11:52 AM

হাওড়া: একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ওঁরা। পথেই মর্মান্তিক ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুরের হাওয়াখানায় তৃণমূল কর্মী সমর্থকদের গাড়ি ধাক্কা মারে বাসে! বাসের ছাদ থেকে নীচে পড়ে কয়েকজন। গুরুতর চোট পান তাঁরা। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি খানাকুলের  বালিপুর এলাকা থেকে একটি গাড়ি করে প্রায় ৩০-৩৫ জন একুশে জুলাই ধর্মতলা শহিদ সমাবেশের উদ্দেশে রওনা দেন।
জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গাড়ি ছাদ থেকে নীচে পড়ে যান বেশ কয়েকজন।

ঘটনাস্থলে গুরুতর আহত হন তিন ব্যক্তি। তাঁদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ।