Howrah: ফেটে গেল পাইপ, জল না পাওয়ার আশঙ্কা শহরে, প্রস্তুত হচ্ছে পুরসভাও
Howrah: জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রিবেলা হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড দু'টি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে পদ্মপুকুর জল প্রকল্পের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়।

হাওড়া: একে গরম। নাজেহাল সকলে। এর মধ্যে ভোগান্তি যেন আরও বাড়ল সাধারণ মানুষের। হাওড়া পুরসভার অন্তর্গত বেলগাছিয়া এলাকায় আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনে বড়সড় ফাটল। যার কারণে বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জল সরবরাহ। ফলে গরম পড়তেই জল সঙ্কটে পড়েছেন উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভা এলাকার বাসিন্দারা। যদিও পুরসভার প্রশাসক মণ্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইন মেরামতির কাজ চলছে। তবে কাজ কত সময়ে শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। জল সঙ্কট মেটাতে ওই সমস্ত এলাকায় দেওয়া হচ্ছে পানীয় জলের গাড়ি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রিবেলা হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড দু’টি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে পদ্মপুকুর জল প্রকল্পের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। ওই পাইপলাইন দিয়ে উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। কী কারণে পাইপলাইনে এই ফাটল তা স্পষ্ট নয়।
তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, জলের উচ্চচাপ এবং এলাকায় ধস নামার কারণেই এই বিপত্তি। এ দিন, সকালে হাওড়া পুরসভা এবং কেএমডিএ-এর পদস্থ ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে ছুটে যায়। এর পাশাপাশি হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সহ পদস্থ আধিকারিকরা পৌঁছে যান। যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়েছে। যদিও কাজ শেষ করতে কতক্ষণ সময় লাগবে তা এখনো স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পরিস্থিতি আয়ত্তে আসতে দু’দিনের বেশিও সময় লাগতে পারে। পুরসভার চেয়ারম্যান বলেন, “বাসিন্দাদের পানীয় জল সংকট মেটাতে এলাকাগুলিতে জলের গাড়ি পাঠানো হবে। এর জন্য কলকাতা পুরসভা থেকেও গাড়ি আনানো হবে।” অপরদিকে বাসিন্দারা জানিয়েছেন, জল না পেয়ে তারা সমস্যায় ভুগছেন।





