বালি: প্রথমে ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন। তারপর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির নিশ্চিন্দায়। অভিযুক্ত স্বামীকে উদ্ধার করে পুলিশ বেলুড় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। অভিযোগ, সোমবার সকালে ঝগড়ার সময় স্বামী ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীরানি সরকারের। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধারের জন্য ময়না তদন্তের জন্য পাঠায়।
পরিবারের দাবি, অভিযুক্ত স্বামী শম্ভু সরকারের তিনটি বিয়ে। সমীরানি হলেন তাঁর তৃতীয় স্ত্রী। তাঁদের উভয় পক্ষের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জানা গিয়েছে, শম্ভু সরকার ডানকুনির একটি বেসরকারি তেলের প্যাকেজিংয়ের ফ্যাক্টরিতে কাজ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, সমীরানির নামে থাকা প্রায় দেড় কাঠা জমি নিজের নামে করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। তাতে রাজি না হওয়াতেই খুন করেন অভিযুক্ত। পরে নিজেও অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।