
হাওড়া: কখনও মারছেন..কখনও ধাক্কা দিচ্ছে…কখনও ঠাঁটিয়ে থাপ্পর। একটি সিসিটিভি ফুটেজে (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা) ধরা পড়ল এমনই ছবি। গৃহবধূকে হেনস্থার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সেই নিয়ে প্রতিবাদ করতেই এত মারধর। বৌ-পেটানোর সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ দায়ের হয়েছে থানায়।
২০২৩ সালে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল দক্ষিণেশ্বরের বাসিন্দার সঙ্গে উত্তর হাওড়ার সালকিয়ার বাসিন্দার। তাঁদের একটি ১৪ মাসের সন্তানও রয়েছে। অভিযোগ, প্রায়সই স্বামী-স্ত্রীর মধ্যে নানান কারণে অশান্তি লেগেই থাকত। গৃহবধূর দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বারবার নাক গলাত শাশুড়ি ও ননদ। এমনকী, ননদের সঙ্গে রাত অবধি থাকত। সেই নিয়ে প্রতিবাদ করেন স্ত্রী।
সম্প্রতি, স্ত্রীকে ব্যাপক মারধর করেন তাঁর স্বামী। সেই মারধরের সিসিটিভি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল করেন স্ত্রী। মেয়েকে মারধরের প্রতিবাদ করতে গেলে গৃহবধূর বাবাকেও ব্যাপক মারধর করা হয়। মারধরের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। সম্পূর্ণ ঘটনা অভিযোগ দায়ের মালিপাঁচঘড়া থানায়। তদন্ত নেমেছে পুলিশ। যদিও, স্বামী সহ শ্বশুরবাড়ির লোক পলাতক। আমি খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বিয়ের পর থেকে অত্যাচার করত। আমার ননদই বরের মাথা খেয়েছে। রাত অবধি বরের সঙ্গে শুয়ে গল্প করত। আমি প্রতিবাদ করায় মারধর। আজ যখন অভিযোগ দায়ের করলাম, তখন দেখি ওরা পালিয়ে গেছে বাড়ি ছেড়ে।”