হাওড়া: হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত কবে ছুটবে মেট্রো, কবে চালু হবে পরিষেবা, তা নিয়ে জল্পনা ছিলই। তবে আর বেশি দিন বাকি নেই বলেই মনে করা হচ্ছে। নতুন বছরের শুরুতেই এই পরিষেবা শুরু হবে বলে সূত্রের খবর। তবে মেট্রো চললেই তো হল না, নিত্যদিন হাজার হাজার যাত্রী হাওড়া ময়দানের বঙ্গবাসী স্টেশন চত্বর দিয়ে যাতায়াত করবেন, তাঁদের জন্য পার্কিং-এর জায়গা খোঁজার কাজ শুরু হয়ে গেল। অনেক যাত্রীই বাইক নিয়ে মেট্রো স্টেশনে যাতায়াত করবেন, তাঁদের বাইক হাওড়া ময়দানের বঙ্গবাসী চত্বরে কোথায় রাখা হবে, এবার সেই জায়গা খুঁজতে শুরু করল জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে খবর, বঙ্গবাসী চত্বরে মহাত্মা গান্ধী রোডের দু’ধারে ফুটপাতে হাওড়া ময়দানের শ্রী মার্কেটের যে ১২৯টি অস্থায়ী স্টল রয়েছে সেগুলি ভেঙে ওখানেই পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। ওই স্টলগুলির জন্য মেট্রো কর্তৃপক্ষ বঙ্গবাসী চত্বরেই একটি ভবন তৈরি করে দেবে বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে কীভাবে কাজ শেষ করা সম্ভব, তা নিয়ে গত সপ্তাহে জেলা প্রশাসন ও মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে সোমবার হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘‘শ্রী মার্কেটের ১২৯টি স্টল সরানো হলে ওখানেই পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে এমনটাই পরিকল্পনা রয়েছে।’’ শ্রী মার্কেটের স্টল মালিকদের মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একটি বিল্ডিং প্ল্যান দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ১২৯ জন স্টল মালিক ওই প্ল্যানে অনুমোদন দিলেই তাঁদের বিল্ডিং বানিয়ে মহাত্মা গান্ধী রোডের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হবে। হকারস সমিতির সম্পাদক প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন, উপযুক্ত জায়গা ও ক্ষতিপূরণ দেওয়া হলেই তাঁরা সরে যাবেন।