
হাওড়া: এবার বাংলায় কুখ্য়াত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্যদের হদিশ পেল পুলিশ। পালিয়ে যাওয়ার আগে হাতেনাতে ধরল তাঁদের। তাও আবার হাওড়া স্টেশন থেকে। যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে। কিন্তু বাংলার মধ্য়ে কীভাবেই বা ঢুকল এই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য়রা? কোন মামলায় পুলিশ খুঁজছিল তাঁদের?
এদিন হাওড়া স্টেশন চত্বর থেকে মোট তিন জনকে গ্রেফতার করেছে গোলবাড়ি থানার পুলিশ। এই তিন জনেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নাম করণ পাঠক, তরণদীপ সিং এবং আকাশদীপ সিং। তিন জনেই পঞ্জাবের বাসিন্দা। বাংলা হয়েছিল তাঁদের গা-ঢাকা দেওয়ার আস্তানা। কিন্তু সেই বাংলাতেই পুলিশের হাতে পাকড়াও হলেন কুখ্যাত গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তিন সদস্য।
পঞ্জাব পুলিশের টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, রানা বালা চৌর নামে পঞ্জাবের এক কবাডি খেলোয়াড়কে খুনের পর গা-ঢাকা দিয়েছিল এই তিন অভিযুক্ত। তাঁদের হন্যি হয়ে খুঁজছিল পঞ্জাব পুলিশ। এরপর কয়েকদিনের মাথায় এই তিন জনের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হন তদন্তকারীরা। জানা যায়, পঞ্জাব থেকে সরাসরি সিকিমে পালিয়ে গিয়েছিল এই তিন অভিযুক্ত। এরপর সেখান থেকেই আবার সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাংলায়। এ রাজ্য়ে এসে হাওড়ায় দিন কয়েকদিনের জন্য আস্তানা গেড়েছিল তিন অভিযুক্ত। সোমবার হাওড়া স্টেশন হয়ে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। তখনই তাঁদের গ্রেফতার করে গোলবাড়ি থানার পুলিশ।
প্রসঙ্গত, বাবা সিদ্দিকী খুন থেকে সলমন খানকে হত্যার হুমকি। এমনকি পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্য়াকাণ্ড — বিগত কয়েক বছরে বিভিন্ন অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। বছরের পর বছর তোলাবাজি, চোরাকারবারি এবং অর্থের বিনিময়ে হত্যার চুক্তি-সহ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে খোদ লরেন্স বিষ্ণোইয়ের। কানাডাতেও লরেন্সকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে প্রশাসন। নিজে জেলে বন্দি, কিন্তু তারপরেও দেশজুড়ে তাঁর তাণ্ডব অব্যাহত।
পুলিশকে বিভ্রান্ত করতেই এই ধৃত তিনজন প্রথমে নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছিল। কিন্তু পরবর্তীতে পুলিশ সঠিক পরিচয় জানতে পেরে সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই তিন অভিযুক্ত পাঞ্জাবের গ্যাংস্টার গ্রুপ ডিনোবল গ্রুপের সদস্য এবং পঞ্জাবের যে কবাডি খেলোয়াড় খুনের ঘটনায় তারা ধরা পড়েছে সেই রানা বালা চৌর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ছিল।