Md Selim: তৃণমূল ও বিজেপিকে একই আসনে বসিয়ে আক্রমণ মহম্মদ সেলিমের
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি এবং তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সেলিম বলেছেন, “যখন মদন মিত্র গ্রেফতার হন তখন আমরা সবাই চোর, এই বলে ব্যানার লিখে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন বালু'র পাশে থাকতে হলে আমরা সবাই বালু, আমরা সবাই চাল চোর কয়লা চোর লিখে মিছিল করুক।”
হাওড়া: দেশ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক, আর্থসামাজিক পরিস্থিতি এবং দক্ষিণপন্থী ক্ষমতাসীন দলগুলোর নীতির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের জীবন জীবিকা, ঐক্য, অধিকার রক্ষার লড়াইয়ে রাজনৈতিক মোকাবিলা কীভাবে করা হবে। সেই সঙ্গে আগামী লোকসভাকে সামনে রেখে বামশক্তিকে কীভাবে এককাট্টা করে সাংগঠনিক ভাবে মজবুত করে মোকাবিলা করা হবে। সেই রূপরেখা নির্ণয়ের উদ্দেশ্যে সিপিআই (এম) রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হয়েছে হাওড়ায়। তিন দিন ধরে চলা অধিবেশন শেষে হাওড়ায় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিক সম্মেলনে তিনি রাজনৈতিক পরিস্থিতি ও তার মোকাবিলার জন্য বিভিন্ন কর্মসূচি উল্লেখ করেন।
ছত্তীসগঢ়ে নির্বাচনী প্রচারে গিয়ে আগামী পাঁচ বছর বিমামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে মহম্মদ সেলিম বলেছেন, “নির্বাচনের সময় রেশনের ঘোষণা করা হচ্ছে। আসলে বিজেপি এবং তৃণমূল উভয়েই কোনও নিয়মের তোয়াক্কা করে না। নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে রেখে নিজেদের নিয়মে কাজ করেন।” বিজেপি এবং তৃণমূলকে একই আসনেও বসিয়েছেন তিনি।
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি এবং তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সেলিম বলেছেন, “যখন মদন মিত্র গ্রেফতার হন তখন আমরা সবাই চোর, এই বলে ব্যানার লিখে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন বালু’র পাশে থাকতে হলে আমরা সবাই বালু, আমরা সবাই চাল চোর কয়লা চোর লিখে মিছিল করুক।”
এর পাশাপাশি মূল্যবৃদ্ধি ইস্যুতেও সরব হয়েছেন বাম নেতা। প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর মুখে।