Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী অরূপ রায়

শনিবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। তখন থেকেই শ্বাসের সমস্যা হতে থাকে।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী অরূপ রায়
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2021 | 7:26 PM

কলকাতা: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শনিবার সন্ধ্যা থেকেই শ্বাসকষ্ট হতে থাকে তাঁর। রবিবার সকালে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর করোনার পরীক্ষা করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে বুকে অস্বস্তি নিয়ে ভর্তি হন তিনি। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেওয়া হয়েছে ওষুধও। সিসিইউয়ে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সমবায় মন্ত্রীর হার্টে একটি ব্লক পাওয়া গিয়েছে। সেখানে একটি স্টেন্ট বসানো হয়েছে। তিনি আপাতত সুস্থ্য রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন: টিকা নিতে প্রবীণদের নামের তালিকা তৈরি হচ্ছে কলকাতায়

হাওড়ার রাজনীতিকে এখন তৃণমূলের অন্যতম ভরসার মুখ অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লাদের ‘সুর বদলের’ পর সে অর্থে হাওড়ায় তৃণমূলের মুখ ‘অমিল’। ফলে রাজনীতির ময়দানে এখন চাপ বাড়ছে প্রবীণ এই তৃণমূল নেতার উপর। মন্ত্রিত্ব সামলানো, একইসঙ্গে আবার জেলার সংগঠন দেখা, এক কথায় একা কুম্ভর সমান। কাজের চাপও বেড়েছে অনেকটা। এরইমধ্যে হঠাৎ করে তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে দলের অন্দরে।