Nabanna Abhiyan: ভাঙল তালা, ব্যারিকেডে উঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান, সাঁতরাগাছিতে ধুন্ধুমার

Nabanna Abhiyan: সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে পৌঁছে আন্দোলনকারীরা সোজা ব্যারিকেড বেয়ে উপরে উঠতে থাকে। ব্যারিকেডের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

Nabanna Abhiyan: ভাঙল তালা, ব্যারিকেডে উঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, সাঁতরাগাছিতে ধুন্ধুমার
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2025 | 2:07 PM

সাতরাগাছি: নবান্ন অভিযানে ধুন্ধুমার। সাঁতরাগাছিতে লোহার ব্য়ারিকেডের তালা ভাঙল আন্দোলনকারীরা। পুলিশি ঘেরাটোপ এড়িয়েই উচু উচু ব্যারিকেডের উপরে উঠে পড়ে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, এক বছর আগে যদি পুলিশ এই ব্যারিকেড দিত, তাহলে আরজি করের ঘটনা ঘটত না। প্রাণে রক্ষা পেত তিলোত্তমার।

নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই পুলিশের বিশাল নিরাপত্তা বেষ্টনী ছিল। দুই মানুষ সমান ব্যারিকেড তৈরি করা হয়েছে। বেলা ১২টা বাজতেই আন্দোলনকারীরা নবান্নের দিকে এগোতে থাকে। সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে পৌঁছে আন্দোলনকারীরা সোজা ব্যারিকেড বেয়ে উপরে উঠতে থাকে। ব্যারিকেডের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ফের একবার স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর আরজি কর”।

পুলিশের তরফে লাগাতার মাইকিং করা হচ্ছে। আন্দোলনকারীদের বারবার সংযত থাকতে বলা হচ্ছে। তবে সেই নির্দেশে দমছে না আন্দোলনকারীরা। তারা কোনওভাবেেই পিছু হটতে নারাজ। লাগাতার ব্যারিকেড ভাঙা, টপকানোর চেষ্টা করছেন। পুলিশের মাইকিং ছাপিয়ে উঠছে “জাস্টিস ফর আরজি কর” স্লোগান।