Bombardment in Howrah: হাওড়ার বেকারির দোকান যেন রণক্ষেত্র! পরপর পড়ল বোমা

Bombardment Howrah News Update: তখন সাড়ে ৮টা। পোলগুস্তিয়া এলাকার দোকান তথা বেকারির ফ্যাক্টরিতে আসে তিন যুবক। মিনিট খানেকের ব্যবধান। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই দোকানের মালিকের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। এরপরই ওই তিন জনের মধ্যে একজন পকেট থেকে বন্দুক বের করে। সজোরে আঘাত করে দোকান মালিকের মাথায়।

Bombardment in Howrah: হাওড়ার বেকারির দোকান যেন রণক্ষেত্র! পরপর পড়ল বোমা
হাওড়ায় বোমাবাজিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Dec 01, 2025 | 9:36 AM

হাওড়া: পরপর বোমা। কেঁপে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। একটি বেকারির দোকানে তৈরি হওয়া বচসা রূপ নিল চরম সংঘাতের। এই ঘটনা পাঁচলা বিধানসভার অন্তর্গত পোলগুস্তিয়া এলাকার। রবিবার রাতে দোকানের মালিকের সঙ্গে হওয়া বচসা ঘিরে তৈরি হল উত্তেজনা পরিস্থিতি।

তখন সাড়ে ৮টা। পোলগুস্তিয়া এলাকার দোকান তথা বেকারির ফ্যাক্টরিতে আসে তিন যুবক। মিনিট খানেকের ব্যবধান। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই দোকানের মালিকের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। এরপরই ওই তিন জনের মধ্যে একজন পকেট থেকে বন্দুক বের করে। সজোরে আঘাত করে দোকান মালিকের মাথায়।

এরপরই পড়ে বোমা। বাইক চেপে এলাকা ছাড়ার আগে একের পর এক বোমা ছুড়েছে ওই দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। স্থানীয়দের দাবি, কমপক্ষে ২৫ থেকে ২৭টি বোমা পড়েছে। যার জেরে ধোঁয়া-ধোঁয়া হয়ে যায় চারপাশ। এই ঘটনায় আহত হয় দু’জন। রবিবার রাতেই তাঁদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কিন্তু এই বোমাবাজির নেপথ্যে কারা? এখনও দুষ্কৃতীদের হদিশ পায়নি পুলিশ। কী কারণেই বা বোমাবাজির ঘটনা ঘটল, সেই নিয়ে চলছে তদন্ত।

ইতিমধ্যেই এলাকায় বেড়েছে টহলদারি। রবিবার রাতেই এলাকায় তল্লাশি চালায় পুলিশ কর্মীদের একটি দল। এদিন হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একটি বেকারির ফ্যাক্টরি নিয়ে গন্ডগোল। আপাতত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ অন্যদিকে স্থানীয়দের দাবি, ‘হঠাৎ করেই দেখি বিরাট বোমাবাজি চলছে। পরপর বোমা পড়েছে। বাইরে থেকে লোক এসে করেছে।’