
হাওড়া: দ্রুত গতিতে ছুটে আসছিল বাস। সেই বাসের ভিতরে তখন ভর্তি যাত্রী। বৃষ্টির মধ্যেই হঠাৎই হারিয়ে গেল নিয়ন্ত্রণ। আর তারপরই বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নিবেদিতা সেতুর টোল প্লাজায়।
জানা গিয়েছে,আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে। বাসটির ভিতরে থাকা একজন বয়স্ক যাত্রী ছিটকে পরেন রাস্তায়। জানা গিয়েছে, ঘটনায় কমপক্ষে দশ থেকে বারোজন আহত হয়েছেন বলে খবর। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ। উদ্ধার কাজে হাত দেয় নিবেদিতা সেতু টোল প্লাজার কর্মীরাও।
বাসের ভিতরে থাকা এক ব্যক্তি বলেন, “আমি দুর্গাপুর যাচ্ছিলাম। বাসের ভিতর ছিলাম। টার্ন নিতে গিয়ে ঝামেলা। সোজা ধাক্কা মারে গার্ডরেলে। তখনই ছিটকে পড়ে যান একজন মহিলা। তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”