Howrah: কোম্পানি থেকে ৫৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ম্যানেজার

Howrah: কোম্পানির বিশ্বাসের সুযোগ নিয়ে বছর দু'য়েক আগে থেকে ভুয়ো কর্মীদের নামে স্যালারি শিট পাঠিয়ে হেড অফিস থেকে লক্ষ লক্ষ টাকা নিজের আত্মীয়-স্বজনদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় বলে অভিযোগ।

Howrah: কোম্পানি থেকে ৫৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ম্যানেজার
হাওড়ায় গ্রেফতার এক ব্যক্তি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2025 | 4:53 PM

হাওড়া: কোম্পানির থেকে ৫৩ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগে গ্রেফতার এক সিনিয়র ম্যানেজার। ধৃতের নাম অভিষেক মিত্র (৩৮)। হাওড়ার ডোমজুড় থানার পুলিশ আজ তাঁকে হাওড়া আদালতে তোলে।

বহুজাতিক একটি সংস্থা বিভিন্ন গোডাউনে কর্মচারি নিয়োগ এবং দেখভালের দায়িত্বে ছিল এক বেসরকারি সংস্থা। ওই সংস্থার ডোমজুড়ের অফিসে সিনিয়র ম্যানেজার পদে চাকরি করতেন অভিষেক মিত্র। বছর ছ’য়েক আগে চাকরিতে যোগদান করেছিলেন তিনি। এরপর ধাপে ধাপে তিনি উচ্চপদে পৌঁছন। চাকরিতে যুবকদের নিয়োগ থেকে শুরু করে তাঁদের উপস্থিতি এবং স্যালারি শিট বানানোর দায়িত্বে ছিলেন।

কোম্পানির বিশ্বাসের সুযোগ নিয়ে বছর দু’য়েক আগে থেকে ভুয়ো কর্মীদের নামে স্যালারি শিট পাঠিয়ে হেড অফিস থেকে লক্ষ লক্ষ টাকা নিজের আত্মীয়-স্বজনদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় বলে অভিযোগ। ২০২২ সালে ডিসেম্বর থেকে ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত ২ বছরে ওই কর্মচারী ৫৩ লক্ষ টাকা আত্মসাত করে বলে অভিযোগ।

এ প্রসঙ্গে সংস্থার এক উচ্চপদস্থ কর্মচারী তপন চক্রবর্তী বলেন, “কিছুদিন আগে ডোমজুড়ের অফিসের মালিকের অ্যাকাউন্ট এবং এক কর্মচারির অ্যাকাউন্ট মিলে যাওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে অভ্যন্তরীণ তদন্ত করে দেখা যায় কর্মচারিদের বেতন সংক্রান্ত তালিকায় বড়সড় গণ্ডগোল আছে। গত দু’বছরে ভুয়ো কর্মচারিদের তালিকা দেখিয়ে অভিষেক ৫৩ লক্ষ টাকার বেশি আত্মসাত করে।” এরপরই এই ব্যাপারে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কোম্পানি। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিষেক মিত্রকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।