হাওড়া: সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল নিশ্চিন্দা পল্লীমঙ্গল বিদ্যামন্দির স্কুল। সিপিএম-এর অভিযোগ,তাঁদের স্ট্যাম্প মারা ব্যালট পেপার জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নর্দমায় দাঁড়িয়েই হাতাহাতিতে জড়িয়ে পড়ে সিপিএম-তৃণমূল। এই অশান্তির জেরে শেষমেশ বাধ্য হয়ে দলের কাউন্টিং এজেন্টদের তুলে নিল সিপিএম (CPM)। শুধু তাই নয়, বিরোধীদের হেনস্থার খবর প্রকাশের পরই TV9 বাংলার প্রতিনিধিকে হুমকি তৃণমূলের।
এ দিন, সিপিএম যুবনেত্রী দীপ্সিতা ধর ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, “যখন দেখা যাচ্ছে সিপিএম প্রার্থীরা জয়ী হচ্ছেন, তখন বান্ডিল-বান্ডিল ব্যালট জানালা দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের কর্মীরা প্রতিহত করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। তাঁদের জীবনের ঝুঁকি আমরা নিতে পারব না। তাই প্রত্যেক কাউন্টিং এজেন্টকে আমরা বের করে নিচ্ছি।” পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নে এসএফআই নেত্রী বলেন, “কেন্দ্রীয় বাহিনী চলে রাজ্য পুলিশের কথায়। আর রাজ্য পুলিশ চলে তৃণমূলের কথায়। তাই নিরাপত্তার বিষয়ে আমাদের বিন্দুমাত্র আস্থা নেই।”
এ দিকে, লাগাতার অশান্তির জেরে বালি নিশ্চিন্দায় জাতীয় সড়ক অবরোধ বামকর্মী সমর্থকদের। বালির ১৬ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে অভিনব কায়দায় বিক্ষোভ। তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির মেখে সেখান থেকে গেলেই তাঁদেরকে ‘চোর-চোর’ বলে সম্বর্ধনা করেন।