Panchla: জেল হেফাজতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, ধুন্ধুমার পরিস্থিতি পাঁচলায়

Supradeep Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 02, 2023 | 11:39 AM

Panchla: জানা গিয়েছে, একটি পুরানো মামলায় গত মঙ্গলবার রাতে জয়নগর সর্দারপাড়ার বাসিন্দা সোমনাথ সরদারকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানায় বাড়ির কারোর সই না করিয়েই সোমনাথকে তুলে নিয়ে যাওয়া হয়

Panchla: জেল হেফাজতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, ধুন্ধুমার পরিস্থিতি পাঁচলায়
জেল হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: জেল হেফাজতে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। পরিবারের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাওড়ার পাঁচলায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ সর্দার।

জানা গিয়েছে, একটি পুরানো মামলায় গত মঙ্গলবার রাতে জয়নগর সর্দারপাড়ার বাসিন্দা সোমনাথ সরদারকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানায় বাড়ির কারোর সই না করিয়েই সোমনাথকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর আদালতে পেশ করা হলে জেল হেফাজত হয়। বৃহস্পতিবার সোমনাথের পরিবারের এক সদস্যের মোবাইলের পুলিশের তরফে মেসেজ আসে। বলা হয়, সোমনাথ অসুস্থ হয়ে পড়েছে। জেলে গিয়ে জানতে পারেন, সোমনাথের মৃত্যু হয়েছে। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।

শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের এক সদস্য বলেন, সোমনাথকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। দুদিনের মধ্যে কী এমন হল, যাতে তার মৃত্যু হল? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে পাঁচলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। আধ ঘণ্টা চলে অবরোধ। এলাকায় যানজট তৈরি হয়। পুলিশের তরফে অনুরোধ করা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য। তবে যুবকের মৃত্যুর কারণ নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Next Article