Pension: পেনশন তুলতে যান একা? সতর্ক থাকুন, ওৎ পেতে বসে বিপদ

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Nov 03, 2023 | 5:49 PM

Howrah: জগৎবল্লভপুরের মুন্সিরহাট শংকরহাটি। সেখানকারই এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে শুক্রবার ঘটনাটি ঘটে। মুন্সিরহাট নরেন্দ্রপুর ঘোষপাড়ার বাসিন্দা উমা মাইতি (৬০) পেনশন তুলতে যান। স্বামীর মৃত্যুর পর তাঁরই পেনশন তোলেন উমাদেবী। এদিন সেই টাকা তুলে ফিরছিলেন।

Pension: পেনশন তুলতে যান একা? সতর্ক থাকুন, ওৎ পেতে বসে বিপদ
এভাবেই আহত হন উমাদেবী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: পেনশন তুলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা। মাঝপথে এসে দাঁড়াল বাইক। নগদ ২০ হাজার টাকা নিয়ে ধাক্কা বৃদ্ধাকে। রাস্তা পড়ে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। আঘাত লেগেছে ডান হাতেও। শরীরের আঘাত তো আছেই। একইসঙ্গে মাসের শুরুতে একসঙ্গে এতগুলো টাকা খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা।

জগৎবল্লভপুরের মুন্সিরহাট শংকরহাটি। সেখানকারই এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে শুক্রবার ঘটনাটি ঘটে। মুন্সিরহাট নরেন্দ্রপুর ঘোষপাড়ার বাসিন্দা উমা মাইতি (৬০) পেনশন তুলতে যান। স্বামী কানাইদাস মাইতি সিএসটিসিতে কাজ করতেন। তাঁর মৃত্যুর পর তাঁরই পেনশন তোলেন উমাদেবী। এদিন সেই টাকা তুলে ফিরছিলেন।

অভিযোগ, বাইক নিয়ে একজন এসে দাঁড়ান। মুখ মাথা হেলমেটে ঢাকা ছিল। এদিকে উমাদেবীর ডান কাঁধে ছিল ব্যাগ। তাতেই রাখা ছিল টাকা। ব্যাগটি ছিনিয়ে নিতে ধাক্কা মারেন ওই বৃদ্ধাকে। পড়ে যান তিনি। সেই সময়ই ব্যাগ, মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতী।

ঘটনাস্থলে গুরুতর আহত হন উমা মাইতি। বাড়িতে মেয়ে থাকেন। খবর পেয়ে ছুটে আসেন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। মাথায়, হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয় তাঁর। এরপর জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

Next Article