হাওড়া: ভরদুপুরে রাস্তার ধারে নর্দমায় পড়েছিল একটা কাটা হাত। পড়েছিল ডান হাতের কব্জির অংশ। যার মধ্যে আবার একটি আঙুল কাটা। হাতে লেগে রয়েছে রক্ত। নর্দমায় ভাসতে থাকা ওই হাতের চারপাশে ভনভন করছিল মাছির দল। যা দেখে বুধবার দুপুরে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন। ব্যাঁটরার দেশপ্রাণ শাসমল রোডে নর্দমায় পড়ে থাকা হাতটি নিয়ে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। কাটা হাতটি দেখতে নর্দমার সামনে এসে ভিড় করেন প্রচুর মানুষ। খবর যায় ব্যাঁটরা থানায়। ব্যাঁটরা থানা থেকে পদস্থ আধিকারিকরা ছুটে যান এলাকায়। হাতটি উদ্ধার করে পুলিশ (Police)।
দুপুরে হাতটি উদ্ধারের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ অনেকেই মনে করতে থাকেন হাতের অংশ যখন নর্দমা থেকে পাওয়া গেছে তখন বাকি দেহাংশও ওখান থেকেই মিলবে। কোনও মহিলা বা পুরুষকে কুপিয়ে খুন করে ওই নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। সাফাই কর্মীদের নিয়ে এসে নর্দমার ঢাকা কংক্রিটের অংশ ভেঙে নর্দমা পরিষ্কারের কাজও শুরু হয়। থানায় নিয়ে যাওয়া হয় কাটা হাতটি। ব্যাঁটরা থানায় হাতটি নিয়ে যেতেই এক নিমেষে সব সমস্যার সমাধান হয়ে যায়। পুলিশ আধিকারিকরা থানায় নিয়ে গিয়ে হাতের কাটা অংশটি গ্লাভস পরে ভালে করে ধুয়ে পরীক্ষা করতেই দেখেন ওই হাতটি কৃত্রিম। রাবার-প্লাস্টিক দিয়ে তৈরি। পুলিশের সব তদন্ত এক লহমায় সেখানেই শেষ হয়ে যায়
পুলিশ জানায়, কেউ বা কারা কৃত্রিম প্লাস্টিকের তৈরি হাতটি নর্দমায় ফেলে চলে যায়। একেবারে আসল হাতের মতো দেখতে হাতটিকে নর্দমায় ভাসতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাঁরা পুলিশকে খবর দেন। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বললেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নর্দমায় কাটা হাত ভাসতে থাকার খবর পেয়ে বড় কোনও ঘটনার কথা আন্দাজ করেই আমরা ওখানে পৌঁছে যাই। তবে হাতটি পরীক্ষা করে দেখা যায় ওটা কৃত্রিম।” কিন্তু কে বা কারা আসল হাতের মতো দেখতে হাতটি নর্দমায় ফেলে গেছেন তা জানতে পারেননি স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ কেউই।