মর্মান্তিক! স্কুল থেকে ফেরার পথে পুকুরে উল্টে গেল পুলকার, মৃত তিন পড়ুয়া

Accident: বহিরাগ্রাম এলাকায় শোকের ছায়া। মৃতরা এলাকার এক বেসরকারি স্কুলের পড়ুয়া। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে, নাকি গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, তা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।

মর্মান্তিক! স্কুল থেকে ফেরার পথে পুকুরে উল্টে গেল পুলকার, মৃত তিন পড়ুয়া
পুকুরে পুলকারImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2025 | 6:53 PM

উলুবেড়িয়া: সোমবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার পথে মৃত্যু তিন পড়ুয়ার। রাস্তার পাশে থাকা একটি পুকুরে উল্টে পড়ে গেল পুলকার। ওই গাড়িতে পাঁচ পড়ুয়া ছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়ার উলুবেড়িয়ার বহিরা গ্রাম এলাকার ঘটনা।

সোমবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের ছুটির পর চারচাকা ছোট একটি গাড়িতে বাড়ি ফিরছিল ওই পাঁচজন। প্রতিদিনের মতোই ওই গাড়িতে ফিরছিল তারা। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বহিরা গ্রামের একটি পুকুরে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম ঈশিকা মন্ডল (৭ বছর), সৌমিক দাস (১১ বছর) আর অরিন দে (৯)। 

প্রতিদিনই ওই গাড়িতে বাড়ি ফেরে পড়ুয়ারা। এদিন ঠিক কী ঘটল, কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ওই গাড়িতে আটজন করে যাতায়াত করত। এদিন ৬ জন ছিল গাড়িতে। আগে একজনকে নামিয়ে দেন চালক। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গাড়িটি। গভীর ওই পুকুরের একেবারে মাঝখানে গাড়িটি ডুবে গিয়েছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় বাসিন্দারা পড়ুয়াদের উদ্ধার করতে ছুটে যায়। গাড়ির সামনের আসনে যারা ছিল, তাদেরকে দ্রুত বের করা সম্ভব হয়। কিন্তু পিছনের আসনে থাকা তিনজনকে বের করে কিছুটা বেগ পেতে হয়। ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বুঝেই দ্রুত শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার কয়েক ঘণ্টা পর চালককে গ্রেফতার করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরই চালক পালিয়ে যান। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উলুবেড়িয়ার এস ডি পি ও শুভম যাদব, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ঘটনাস্থলে উপস্থিত হন।