
হাওড়া: ট্রেন অবরোধকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের। দিনক্ষণ ধরে বিক্ষোভ চলে। শেষে বিক্ষোভকারীদের জোর করে তুলে দেয় পুলিশ। কার্যত ঘাড় ধরে, চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের।
আজ, শনিবার (১১ অক্টোবর) সকাল থেকেই বিক্ষোভ চলছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনে। দেরিতে ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। তাদের অভিযোগ, নিত্যদিনই লেট করছে ট্রেন। যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। স্কুল, কলেজ, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এ দিন ভোর ৬ টা ৪০ মিনিট থেকে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। বেলা বাড়লেও, ট্রেন এগোতে দেননি তারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা চলে অবরোধ। লাইনে বসে বিক্ষোভ দেখান যাত্রীরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বললেও, তারা সরতে চাননি। এরপরে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। অবরোধকারীদের চ্যাংদোলা করে সরানো হয় রেললাইন থেকে। অবরোধকারীদের জোর করে সরিয়ে দেওয়া হয়।
এক যাত্রী বলেন, “ভোর ৬টা ৪০ মিনিটের ট্রেন রোজ লেট করে। প্রতিদিন এক-দেড় ঘণ্টা করে লেট হয়। আমরা চাই ট্রেন সময়মতো চলুক। আমাদের সমস্যায় পড়তে হয় রোজ।”
আরেক যাত্রী বলেন, “রাতেও ট্রেন লেট করে। সন্ধ্যা ৬টার ট্রেন রাত ৯টায় ঢোকে। আমরা বাড়ি যাব কী করে? এখন কী ট্রেন আসার সময়? আমরা রোজ ট্রেনে যাতায়াত করি। যদি টাইমে ট্রেন চালাতে পারেন, তাহলে ট্রেন চালান, নাহলে ট্রেন তুলে দিন”।