Road Accident: বাসস্টপেই তিন যাত্রীর সঙ্গে আঁতকে ওঠার মতো ঘটনা, শোরগোল এলাকায়

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Sep 24, 2023 | 7:15 PM

Howrah: প্রত্যক্ষদর্শীদের দাবি, যথেষ্ট গতিতেই ছুটে আসছিল বাসটি। খেজুরতলার কাছে বাসের সামনে একটি বাইক চলে আসায় ঘটে বিপত্তি। বাইকটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। এরপরই বাঁদিকে বাসস্টপে বাসটি উঠে পড়ে। এদিকে সেখানে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী।

Road Accident: বাসস্টপেই তিন যাত্রীর সঙ্গে আঁতকে ওঠার মতো ঘটনা, শোরগোল এলাকায়
দুর্ঘটনাগ্রস্ত বাসটি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: বাসস্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা। মূল রাস্তা থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিলেন ওঁরা তিনজন। তবু অতর্কিত বিপদ এসে বসাল থাবা। কোনা এক্সপ্রেসওয়েতে সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা মারল তিন যাত্রীকে। গুরুতর আহত তিনজনই। আহতদের মধ্যে আবার একজন বৃদ্ধাও আছেন। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলায়। এদিন সকাল ১০টা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি সরকারি বাস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যথেষ্ট গতিতেই ছুটে আসছিল বাসটি। খেজুরতলার কাছে বাসের সামনে একটি বাইক চলে আসায় ঘটে বিপত্তি। বাইকটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। এরপরই বাঁদিকে বাসস্টপে বাসটি উঠে পড়ে। এদিকে সেখানে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। পর পর তিনজনকে ধাক্কা মারে বাসটি। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন বছর কুড়ির যুবক আছেন। এছাড়া রয়েছেন ৬২ বছরের এক বৃদ্ধা ও ৫২ বছর বয়সি এক প্রৌঢ়া।

এরপরও নিয়ন্ত্রণে আনা যায়নি বাসটি। সেখান থেকে আবার ধাক্কা বাতিস্তম্ভে। বাসস্টপে দাঁড়িয়ে থাকা যাত্রীরা খুবই ভয় পেয়ে যান। খবর পেয়ে ছুটে আসে কোনা ট্র্যাফিক গার্ডের পুলিশ। তারাই বাসটিকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে তারাই অ্যাম্বুল্যান্স আনিয়ে আহতদের হাওড়া জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাওড়ার বাগনানের বাসিন্দা সবিতা ঘোষের আঘাত গুরুতর হওয়ায় রবিবার সন্ধ্যা পর্যন্ত হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। বাকি দু’জনকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Next Article