‘দিদি আপনি প্রভু রামের নাম ত্যাগ করলেও বাংলায় রাম রাজ্য হবে’ : স্মৃতি ইরানি

Jan 31, 2021 | 3:50 PM

তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বার্তা স্মৃতি ইরানির

দিদি আপনি প্রভু রামের নাম ত্যাগ করলেও বাংলায় রাম রাজ্য হবে : স্মৃতি ইরানি
ফাইল ছবি

Follow Us

হাওড়া: যেখানে দুর্নীতি, সেখানেই তৃণমূল। তাই এবার তৃণমূল যাবে, বিজেপি আসবে। ‘রাম রাজ্য’ হবে বাংলা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কখনও বাংলা, কখনও হিন্দি ভাষায় একের পর এক বাক্যবাণে বিঁধে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে। বললেন “চাল, ডাল, ত্রিপল চোর তৃণমূল সরকারকে আর কেউ চায় না।” একুশের ভোটে তাই মন্ত্র হোক, ‘চুপচাপ পদ্মছাপ’।

আরও পড়ুন: ‘ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া মমতাজির আর কোনও এজেন্ডাই নেই’, তোপ অমিত শাহর

স্মৃতির কথায়, নিজের স্বার্থে যে দল কেন্দ্র সরকারের সঙ্গে ক্রমাগত লড়াই করে চলে, মানুষের থেকে বেশি যার কাছে রাজনীতি বড় আমজনতা তাদের কোনও দিনই চায় না। বাংলায় তৃণমূল সরকারেরও তাই এবার বিদায়ের পালা। কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারতের উদাহরণ টেনে স্মৃতি বলেন, “কেন্দ্র যখন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় চাল, ডাল দিচ্ছে তৃণমূল তখন লকডাউনে চাল চুরি করছে। আমফানের পর কেন্দ্র সহায়তা করছে অথচ তৃণমূলের একদল অসাধু নেতা ত্রিপল চুরি করছেন। আসলে তৃণমূলে কাটমানি ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়।” তৃণমূলের প্রতিটি আচরণই বাংলার সংস্কৃতির পরিপন্থী বলেই দাবি এই বিজেপি নেত্রীর।

‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। তাঁর কথায়, “প্রভু রামের নাম মমতাজি ত্যাগ করলেও মোদিজির নেতৃত্বে রামমন্দির তৈরি হচ্ছে। অন্যদিকে বাংলায় রাম রাজ্য তৈরির বাতাবরণ তৈরি হয়েছে। কোনও দেশভক্ত জয় শ্রী রাম মন্ত্রের অবমাননা মেনে নিয়ে দলে থাকতে পারে না। আগামী ভোটে তাই বিজেপির ২০০ পার হবেই।”

Next Article