
হাওড়া: রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া চালু হতেই দেখা যাচ্ছে, যে সকল বাংলাদেশিরা বেআইনিভাবে এদেশে এসে থাকছিলেন, তাঁরা ধীরে ব্যস্ত নিজের দেশে ফিরতে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগর-হাকিমপুরে এমন বাংলাদেশিদের দেখা গিয়েছে। এবার হাওড়ার ডোমজুড় থেকও এল সেই খবর। এ যেন এক আস্ত বাংলাদেশ। শুধু বাংলাদেশ বলা ভুল, সেখানে আবার তৈরি হয়েছে বাংলাদেশি পাড়া। বাস করছেন কয়েক হাজার অনুপ্রবেশকারী। আর এসআইআর শুরু হতেই মাথায় হাত তাঁদের।
হাওড়ার ডোমজুড় ও জগৎবল্লভপুর বিধানসভা সংলগ্ন কেশবপুর এলাকা। জানা যাচ্ছে, এই সকল মানুষজন পঞ্চাশ থেকে ষাট বছর আগে এসেছিলেন এখানে। তারপর বছরের পর বছর এখানেই থেকে গিয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা এদেশে ভুয়ো নথি বানিয়ে এখানে থাকতেন। এও জানা যাচ্ছে, এই এলাকায় কিছু বাড়ি তৈরি করা হয়েছে শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য। আর এই সকল বাড়িতেই থাকতেন তাঁরা। এই কলোনিগুলি বাঙাল কলোনি নামে পরিচিত।
এই বাংলাদেশি পাড়া নিয়ে মুখ খুললেন এক মহিলা। তিনি যদিও জানালেন এই এলাকায় নাকি কোনও বাংলাদেশি থাকেন না। টিভি ৯ বাংলার ক্যামেরায় ওই মহিলা বলেন, “স্যর আমাদের তো বাড়ি এখানে। এখানে কোনও বাংলাদেশি কেউ থাকে না। আগে ছিল। এখন নেই।” এক বৃদ্ধ বলেন, “আমরা তো এখানে প্রায় আঠারো কুড়ি বছর ধরে রয়েছি।” তিনিও বললেন, “এখানে অনেক বাংলাদেশি ছিল আগে। কিন্তু তাঁদের আর দেখতে পাচ্ছি না।”