
উলুবেড়িয়া: কী কাণ্ড! নিজের মেসোকে বিয়েকে চায় নাবালিকা। কিন্তু তা হয়নি। উল্টে পারিবারিক অশান্তি ছিল অব্যাহত। এবার সেই নিয়েই বিবাদের জেরে আত্মঘাতী ছাত্রী। ঘটনাটি আমতার।
পরিবার সূত্রে খবর,মৃতের বাবার দাবি কয়েকদিন আগে ওর মাসি মারা যান। তারপর থেকে মেসোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এই দশম শ্রেণির ছাত্রী। প্রায় ফোনে কথা বলা থেকে শুরু করে দেখা করত সে। তারপরই তাঁর মেয়ে তাদের জানায় যে সে মেসোকে বিয়ে করতে চায়। সেই নিয়ে অশান্তি ও হয় পরিবারে। তখন মৃতার পরিবার গিফট দেওয়া ফোনটিও ভেঙে দেয়।
পরিবারের দাবি, গতকাল অর্থাৎ শুক্রবার ওই ছাত্রীর বাবা-মা-ভাই মামার বাড়ি গিয়েছিল। আজ শনিবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই দশম শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে আমতা পুলিশ। মৃত ছাত্রীর ব্যবহার করা একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্তে আমতা থানার পুলিশ।
মেয়ের বাবা সুখাজল সাধুখাঁ বলেন, “মাস দুয়েক আগে মাসি মারা যায়। তারপর মেসোর সঙ্গে কথা বলত। আমাদের তো মাথাতেও আসেনি মেসোর সঙ্গে সম্পর্ক হতে পারে। এরপর মেসো ওকে ফোন দেয়। মাঝেমাঝে বাড়িতেও আসত। একদিন হঠাৎ করে বলছে মেসোকে বিয়ে করব।” মৃতের আত্মীয় বলেন, “রাতে বললাম আমাদের সঙ্গে শুবি চল। এক জায়গায় তিনজন শুয়ে পড়ব। কিন্তু না বললে তোমরা আলাদা ঘুমাও। সকালে দেখলাম ঝুলছে। আর গোটা আলমারি লন্ডভন্ড।”