
হাওড়া: আজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস। স্বামীজির বাড়ি সিমলা স্ট্রিট থেকে শুরু করে বেলুড় মঠ- নানা জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ভক্তি ও শ্রদ্ধার অদ্ভুত মিশেল দেখা গিয়েছে। ভোরে রামকৃষ্ণদেবের মঙ্গলারতির মাধ্যমে বেলুড়ে স্বামীজির জন্মবার্ষিকীর উদযাপন পালন শুরু হয়।
বেলুড়ে আজ সকাল থেকেই স্বামীজির বিশেষ পুজো-অর্চনা করা হচ্ছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান, ধর্মসভা। স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসাবেও পালন করা হয়। ৪২ তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রা আসে বেলুড় মঠে। এছাড়া বিভিন্ন স্কুল থেকেও পডুয়াদের নিয়ে প্রভাতফেরী ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রাগুলিও বেলুড় মঠে এসে পৌঁছেছে।
স্বামীজির জন্মবার্ষিকীতে তাঁর বাড়ি সিমলা স্ট্রিটে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। কে আগে যুব দিবস পালন করবে, তা নিয়ে তরজা শুরু হয়েছে। ইতিমধ্যেই স্বামীজির মূর্তিতে মাল্যদান করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তৃণমূল নেত্রী শশী পাঁজা। শুভেন্দু অধিকারীও মিছিল করে আসছেন সিমলা স্ট্রিটে। বেলা বাড়তেই স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে আসবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
তবে রাজনীতি থেকে শত হস্ত দূরে রয়েছে বেলুড় মঠ। দূর-দূরান্ত থেকে ভক্তরা সকাল থেকেই বেলুড় মঠে আসছেন। স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে বৈদিক পাঠের আয়োজন করা হয়েছে।