হাওড়া: ভ্যাকসিন (Vaccine) নিয়েছেন অথচ এখনও আসেনি মেসেজ (Message)। কসবা ভুয়ো ভ্যাকসিন (Kasba Fake Vaccine) কাণ্ডের মতো ঘটনা এবার হাওড়া (Howrah) শহরে। প্রায় একশো জনের বেশি ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
দু’মাস আগে থেকেই হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির (Indian Red Cross Society) হাওড়া ময়দান শাখার অফিসে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বিনামূল্যে দেওয়া হচ্ছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা। যাঁদের থেকে দ্রুত সংক্রমণ ছড়ায় তাঁদের সঙ্গে কিছু সাধারণ মানুষকেও ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর অনেকের ফোনে কোনও মেসেজ আসেনি। এতদিন তাঁরা চুপ করে থাকলেও টনক নড়ে কসবা কাণ্ডের পর।
অভিযোগ, উদ্বেগে ও দুশ্চিন্তায় বারে বারে ভ্যাকসিন কেন্দ্রে ছুটে এলেও মেলেনি কোনও সুরাহা। হাওড়ার রেডক্রস সোসাইটিতে ভ্যাকসিন নিয়ে এমনই ভোগান্তিতে পড়েছেন শতাধিক মানুষ। কীভাবে রেজিস্ট্রেশন ছাড়াই এত মানুষকে ভ্যাকসিন দেওয়া হল তাই নিয়েই এখন প্রশ্ন উঠেছে। কসবা কাণ্ডের পরে এই ঘটনায় এলাকায় উদ্বেগের ছায়া। এদিকে ঘটনার কথা কার্যত স্বীকার করে প্রতিকারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাওড়া শাখার কর্ণধার ডঃ সুজয় চক্রবর্তী।
আরও পড়ুন: কসবা-কাণ্ডের ছায়া! ভ্যাকসিন-জালিয়াতির অভিযোগে খড়গপুরে গ্রেফতার ১
এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি স্বাস্থ্য দফতরের কাছে। বিষয়টি সমাধান করার চেষ্টা করছে জেলা স্বাস্থ্য দফতর বলে জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।