Howrah: বাড়িতে চার চারটে পুলিশ! তারপরেও সব ফাঁকা করে দিল চোরের দল, আশপাশের বাড়িতেও তুলে দিল শিকল

Howrah: পরিবার সূত্রে জানা যাচ্ছে, তাঁদের একটি বিয়ের নিমন্ত্রণ ছিল। বাড়ি ফাঁকা করে সকলে সেখানেই গিয়েছিলেন। আর সেই সুযোগই কাজে লাগায় চোরেরা। গভীর রাতে পরিমলের বাড়িতে হানা দেয়। ঘরে তখন গভীর ঘুমে মা অষ্টবালা কোটাল। তখনই দরজা ভেঙে ঢোকে চোরের দল।

Howrah: বাড়িতে চার চারটে পুলিশ! তারপরেও সব ফাঁকা করে দিল চোরের দল, আশপাশের বাড়িতেও তুলে দিল শিকল
শোরগোল চলছে এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 01, 2025 | 9:06 PM

জগৎবল্লভপুর: বাড়িতে পুলিশে ছয়লাপ! কেউ কন্সস্টেবল, তো কেউ হোম গার্ড। বাড়িতে যত সদস্য় রয়েছেন তাঁদের মধ্যে ৪ জনই কাজ করেন পুলিশে। কিন্তু, সেই বাড়িতেই চুরি! হ্যাঁ, এমনটাই হয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে। তাতেই পুরোদমে চলছে শোরগোল! ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। 

কয়েক লক্ষ টাকার নগদ গয়না চুরি তো গেলই, সঙ্গে চোরের দল নিয়ে পালাল নগদ টাকাও। যাওয়ার সময়ে ধরিয়ে দিল আগুন। জগৎবল্লভপুরের মুন্সিরহাট ধসা জেলে পাড়ায় থাকে কোটাল পরিবার। তাঁদের বাড়িতেই ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। একই পরিবারের সদস্য হলেও কোটাল বাড়ির লোকজন সব পাশাপাশি বাড়িতে থাকেন। এর মধ্য়ে শুভাশিস কোটাল রাজ্যপালের অফিসে নিরাপত্তারক্ষী, পরিমল কোটাল হুগলির গোঘাট থানার কনস্টেবল, সজল কোটাল বজবজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল এবং উজ্জ্বল কোটাল উদয়নারায়নপুর থানায় হোম গার্ডের চাকরি করেন। কিন্তু, সেই পরিবারেই যে এত বড় কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারছেন না এলাকার লোকজন। 

পরিবার সূত্রে জানা যাচ্ছে, তাঁদের একটি বিয়ের নিমন্ত্রণ ছিল। বাড়ি ফাঁকা করে সকলে সেখানেই গিয়েছিলেন। আর সেই সুযোগই কাজে লাগায় চোরেরা। গভীর রাতে পরিমলের বাড়িতে হানা দেয়। ঘরে তখন গভীর ঘুমে মা অষ্টবালা কোটাল। তখনই দরজা ভেঙে ঢোকে চোরেরা।  আলমারির লক ভেঙে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। যাবার সময় ঘরে থাকা কেরোসিন তেল ঢেলে আগুনও ধরিয়ে দেয়। এও জানা যায় যাওয়ার সময় আশপাশের পাঁচটি বাড়ির গেটে শিকলও তুলে দিয়ে যায় চোরেরা। রাত ৩টের সময় ফেরে পরিবারের সদস্যরা। তারপরই সোজা থানায়।