Howrah-Jhargram: হাওড়ায় জলে ডুবে মৃত্যু যুবকের, আটক বন্ধু! ঝাড়গ্রামে স্নানে নেমে আর উঠল না দুই কিশোর
Howrah-Jhargram: হাওড়ার ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ হাওড়ার বালিটিকুরী ইএসআই হাসপাতাল সংলগ্ন ঝিলে। দীর্ঘক্ষণ ঝিলে স্নান করতে নামলেও আর ওঠেনি মহম্মদ সুফিয়ান নামে ওই যুবক। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

হাওড়া ও ঝাড়গ্রাম: ঝিলে স্নান করতে গিয়ে হাওড়ায় প্রাণ গেল যুবকের। পুলিশের হাতে আটক বন্ধু। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হাওড়ার বালিটিকুরী ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায়। এখানেই রয়েছে ওই ঝিল। অন্যদিকে বাড়ি থেকে বেরিয়ে ঝাড়গ্রামের বৃন্দাবনপুরের একটি জলাশয়ে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের। শোকের ছায়া পরিবারে।
হাওড়ার ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ হাওড়ার বালিটিকুরী ইএসআই হাসপাতাল সংলগ্ন ঝিলে। দীর্ঘক্ষণ ঝিলে স্নান করতে নামলেও আর ওঠেনি মহম্মদ সুফিয়ান নামে ওই যুবক। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশ, ডুবুরি, র্যাফ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। জানা যায় বাঁকড়া মণ্ডল পাড়ায় বাড়ি ওই যুবকের।
মৃতের পরিবারের অভিযোগ বন্ধুরাই সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। সুফিয়ান সাঁতার জানত। কিন্তু তাহলেও কী করে সে ডুবে মারা যেতে পারে? প্রশ্ন পরিবারের। এই ঘটনায় মৃতের এক বন্ধুকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে ঝাড়গ্রামে বৃন্দাবনপুরের একটি জলাশয় স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে অমি দাস ও অংকন মাহাতোর। বাড়ি ঝাড়গ্রামের সত্যবান পল্লীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃন্দাবনপুরের ওই জ্বলাশয় এই দুই কিশোরকে ডুবে যেতে দেখেন পাশের জমির কিছু কৃষক। তাঁরাই তাদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
