
হাওড়া: রাজ্যে চলছে এসএইআর-এর কাজ। এরই মাঝে বিজেপি চালু করেছে সিএএ ক্যাম্প। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় আগেই সেই ক্যাম্প চালু হয়েছিল। এবার হাওড়া জেলা সদর দফতরে নাগরিকত্বের আবেদন জানানোর জন্য বিশেষ শিবির চালু করা হল আজ বুধবার থেকে। সেখানে সাংবাদিক সম্মেলন করে জানানো হল এই শিবিরের বিষয়ে।
দলের জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের নেতৃত্বে এদিন একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি। জেলা সদর সহ সভাপতি সুজয় পালিত সেখানে বলেন, “বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যে সব হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টানরা ধর্মীয় কারণে এদেশে চলে এসেছেন এবং যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, সেই সব শরণার্থীদের নাগরিকত্বর জন্য সিএএ ক্যাম্পে আবেদন করতে হবে, তাঁদের সহায়তা করা হবে।”
এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায় তীব্র কটাক্ষ করেন। এই কাজের অধিকার প্রসঙ্গেই প্রশ্ন তুলেছেন তিনি। মন্ত্রী আরও বলেন, “এই কাজ কেন্দ্র বা রাজ্যে সরকার করতে পারেন। গাঁয়ে মানে না আপনি মোড়ল। কেন্দ্রীয় সরকার এই ক্যাম্প করতে পারে, রাজ্য সরকারও করতে পারে। বিজেপি কে? তাদের কোনও অধিকারই নেই এই ক্যাম্প করার।”
এসআইআর নিয়ে রাজ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতারা বারবার আশ্বাস দিয়েছেন, এসআইআরে সমস্যা হলেও সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। সেই কারণেই জায়গায় জায়গায় এই ক্যাম্প করা হচ্ছে। এই আইন অনুযায়ী, মুসলিম বাদে বাংলাদেশ থেকে আসা হিন্দু, জৈন ও অন্যান্য ধর্মের শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন।