Mumbai Mail: হাওড়া থেকে ট্রেনটা ছাড়তেই খুলে গেল ২ বগি, ওই অবস্থাতেই ২ কিলোমিটার ছুটল মুম্বই মেল

Supradeep Mondal | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2023 | 11:26 PM

Mumbai Mail: এদিকে দুর্ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় উলুবেড়িয়া, বীরশিবপুরে। এলাকার অনেক মানুষই ঘটনাস্থলে চলে আসেন। অনেকেই বলছেন, যা হয়েছে তা যে কোনও মুহূর্তেই ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা।

Mumbai Mail: হাওড়া থেকে ট্রেনটা ছাড়তেই খুলে গেল ২ বগি, ওই অবস্থাতেই ২ কিলোমিটার ছুটল মুম্বই মেল
দুর্ঘটনার কবলে মুম্বই মেল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

উলুবেড়িয়া: দুর্ঘটনার কবলে আপ মুম্বাই মেল। সূত্রের খবর, চলন্ত অবস্থাতেই মুম্বাই মেলের সামনের দিক থেকে ইঞ্জিন সহ দুটি বগি খুলে যায়। বিচ্ছিন্ন বগি ছাড়াই প্রায় ২ কিলোমিটারের বেশি এগিয়ে গেল ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়্গপুর শাখার উলুবেড়িয়া বীরশিবপুর স্টেশনের মধ্যে ঘটনাটি এদিন রাত ৯টা নাগাদ ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ট্রেনের যাত্রীদের মধ্যে। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। 

বর্তমানে পুনরায় ট্রেনের ইঞ্জিনটা পিছনের দিকে নিয়ে গিয়ে বগি জোড়ার কাজ চলছে বলে জানা যাচ্ছে। এ ঘটনার জেরে হাওড়া-খড়্গপুর শাখায় রাত ৯টা থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনায় রেলের এক কর্মী বলছেন, ট্রেনটি হাওড়া থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। রাস্তাতেই আচমকা রাত ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে যায়। আমরা মেরামতি করছি। কতক্ষণ লাগবে এখনই বলা যাচ্ছে না। ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যেতে পারে। 

এদিকে দুর্ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় উলুবেড়িয়া, বীরশিবপুরে। এলাকার অনেক মানুষই ঘটনাস্থলে চলে আসেন। অনেকেই বলছেন, যা হয়েছে তা যে কোনও মুহূর্তেই ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। যদিও কোনও হতাহতের খবর না মেলায় স্বস্তিতে সকলেই। 

Next Article