হাওড়া: ওভাহেডের তার ছিঁড়ে বিপত্তি। ট্রেন বিভ্রাট শনিবারের সন্ধ্যায়। এদিন হাওড়া স্টেশনে তার ছিঁড়ে যায়। ১৩, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনওরকম লোকাল ট্রেন ছাড়ছে না বলে অভিযোগ যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যহত হয়।
সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে চলছে কাজ। এর ফলে দক্ষিণ পূর্ব রেলের আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল ও খড়গপুর লোকাল বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। এই ঘটনার জেরে অফিস ফিরতি যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় হাওড়া স্টেশনে ক্ষোভ।
এক যাত্রীর কথায়, “অনেকক্ষণ ধরে ট্রেন বন্ধ। ড্রাইভার বললেন তার ছিঁড়ে যাওয়ার কারণে ট্রেন দাঁড়িয়ে। খুব সমস্যা হচ্ছে। সিগনাল পেলে ছাড়বে বলছে। কখন সেটা পাবে, আর কখন যে ট্রেন ছাড়বে জানি না। রোজ এই এক ঘটনা।” যাত্রীদের ক্ষোভ, রেল নিত্যদিনের টিকিটের টাকা কম নেয় না। অথচ যাত্রী পরিষেবা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। অর্ধেক দিন ট্রেন বাতিল। নিয়মিত নির্ধারিত সময়ের পরে ছাড়ে ট্রেন।