WB Panchayat Elections Results: ‘বন্দুক নিয়ে ঘুরছে তৃণমূলের লোকজন’, অভিযোগ বামেদের, অশান্ত সাঁকরাইলে গণনা বন্ধ করলেন ভোটকর্মীরা

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Jul 12, 2023 | 1:00 AM

WB Panchayat Elections Results: গণনা শুরু হওয়ার পর দফায় দফায় উত্তেজনা ছড়ায় ডোমজুড় আজাদ কলেজের গণনাকেন্দ্রে। উত্তেজনা ছড়ায় জেলার আরও একাধিক জায়গায়।

WB Panchayat Elections Results: ‘বন্দুক নিয়ে ঘুরছে তৃণমূলের লোকজন’, অভিযোগ বামেদের, অশান্ত সাঁকরাইলে গণনা বন্ধ করলেন ভোটকর্মীরা
হাওড়ার নানা প্রান্তে দেখা গেল অশান্তির ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হাওড়া: গণনার দিনেও বেনজির হিংসার ছবি দেখা গেল রাজ্যের নানা প্রান্তে। ভাঙড় থেকে অশোকনগর, রাত বাড়তেই দফায় উত্তেজনা ছড়াল নানা প্রান্তে। ভোট (WB Panchayat Elections Results) গণনাকে কেন্দ্র করে হাওড়া সদরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ল। বহু জায়গাতেই গণনা শুরুর পর থেকে বিরোধী এজেন্টদের বেধড় মারধর করার অভিযোগ উঠেছে। অনেককেই আবার গণনাকেন্দ্র থেকে বেরও করে দেওয়া হয়। উত্তেজনার আবহে নিরাপত্তার অভাব বোধ করায় সাঁকরাইলের খোদ ভোট কর্মীরাই গণনা বন্ধ দেন। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। 

সূত্রের খবর, গণনা শুরু হওয়ার পর দফায় দফায় উত্তেজনা ছড়ায় ডোমজুড় আজাদ কলেজের গণনাকেন্দ্রে। এখানে বিরোধী দলের এজেন্টদের পেটানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। ঘটনায় ব্যাপক বিক্ষোভ দেখায় বামেরা।

অন্যদিকে সাঁকরাইলের সিকম কলেজে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সাঁকরাইল কেন্দ্রের ভোট গণনা হচ্ছিল এখানে। এখানে বাম এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সিপিএমের অভিযোগ স্থানীয় বিধায়ক প্রিয়া পালের লোকজন গণনাকেন্দ্রে ঢুকে ঝামেলা তৈরি করে। পুলিশের সামনেই সবটা হয়। অভিযোগ, সবটা দেখেও চুপ করে ছিল পুলিশ। 

সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলছেন, “অনেক পঞ্চায়েত আমাদের দখলে আসার কথা ছিল। কিন্তু, দিকে দিকে গণনা কেন্দ্রে ব্যাপক অশান্তি হয়েছে। আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তো গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের লোকজন বন্দুক নিয়েও ঘুরছে। কিন্তু, জনতার আদালত কোনওদিনই এদের ক্ষমা করবে না।” 

Next Article